Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ , ২২ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০২-১৫-২০১৬

কাউন্সিলের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

কাউন্সিলের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

ঢাকা, ১৫ ফেব্রুয়ারী- আসন্ন কাউন্সিলের মধ্য দিয়ে নিজেদের বিপর্যস্ত অবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ প্রসঙ্গে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের দীর্ঘদিনের মামলা-হামলা ও দমন-পীড়নে বিএনপি যে বিপর্যস্ত অবস্থায় পড়েছিল কাউন্সিলের মধ্য দিয়ে আমরা তা কাটিয়ে উঠতে সক্ষম হবো।’ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আশাবাদ ব্যক্ত করেন ফখরুল।

বিএনপির জেলা সম্মেলনগুলোতে বাধা দেয়া হচ্ছে- এমন অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় কাউন্সিলের আগে আমরা বিভিন্ন জেলা ও উপজেলা সম্মেলন শুরু করেছি। আশা করি, আসন্ন কাউন্সিলের আগেই আমরা অধিকাংশ জেলা সম্মেলন সম্পন্ন করতে পারবো। এ জন্য বেশ কয়েকটি কমিটি করে দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত দলের সিনিয়র নেতারা জেলা সফর করছেন। কিন্তু আমাদের হল ভাড়া দেয়া হচ্ছে না। নানা প্রতিবন্ধকতার মধ্যেই আমরা কাজগুলো সম্পন্ন করছি।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কাউন্সিল ও জেলা সম্মেলনের মাধ্যমে আমাদের সাংগঠনিক তৎপরতা বেড়েছে, নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যও ফিরে এসেছে। বিএনপি চেয়ারপারসন কার্যালয় ও দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও নেতাকর্মীদের ভীড় বেড়েছে। চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন হবে। এ লক্ষ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করে দেয়া হয়েছে। সব কমিটি পুরোদমে কাজ শুরু করেছে।’

আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে কাউন্সিলের ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম উপস্থিত ছিলেন।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে