Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ , ৭ শ্রাবণ ১৪২৬

গড় রেটিং: 3.4/5 (40 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-১২-২০১৬

পাকিস্তানে কোহাতে ‘ভ্যালেন্টাইনস ডে’ নিষিদ্ধ

পাকিস্তানে কোহাতে ‘ভ্যালেন্টাইনস ডে’ নিষিদ্ধ

ইসলামাবাদ, ১২ ফেব্রুয়ারী- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় ভ্যালেন্টাইনস ডে উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলার স্থানীয় সরকার পুলিশ বাহিনীকে কাজে লাগিয়েছে সেখানকার দোকানে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তৈরি কার্ড এবং অন্যান্য সামগ্রীর বিক্রি বন্ধ করার জন্য।

কোহাত জেলায় পাকিস্তানের রক্ষণশীল উপজাতীয়রা বসবাস করে এবং সেখানকার প্রশাসনে রয়েছে একটি ধর্মীয় রাজনৈতিক দল। ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস পাকিস্তানের অনেক শহরেই খুব জনপ্রিয় কিন্তু ধর্মীয় দলগুলো এটার নিন্দা করে আসছে।  

কোহাত জেলার প্রশাসক মৌলানা নিয়াজ মুহাম্মাদ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, ‘প্রথমত, ভ্যালেন্টাইনস ডের কোন আইনগত বৈধতা নেই। দ্বিতীয়ত, এটা আমাদের ধর্মের পরিপন্থী। সেইকারণেই এই দিনকে নিষিদ্ধ করা হয়েছে।’

ভ্যালেন্টাইনস ডেতে যে কার্ড ও ফুল বিতরণ করা হয় সেটাও খারাপ কিছু কিনা, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড খারাপ আচরণের দিকে মানুষকে প্রলুব্ধ করে।


দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে