Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ , ৩ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-১২-২০১৬

সানি নিওনকে গালাগাল দিলেন হার্ড কৌর

সানি নিওনকে গালাগাল দিলেন হার্ড কৌর

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারী- আবারও আক্রমণের নিশানায় সানি লিওন। এ বার তাঁকে নিয়ে কটূক্তি করলেন হিপ হপ গায়িকা হার্ড কৌর। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আগর ম্যায় সেক্রেটারি হোতি তো কিতনি সেক্সি লাগতি, জ্যায়সে সানি লিওন।” যার অর্থ, যদি অমি সেক্রেটারি হতাম তা হলে কতই না সেক্সি লাগতাম, সানি লিওনের মতো (সানির নাম নেওয়ার আগে একটি খারাপ বিশেষণও ব্যবহার করেন কৌর)।

সম্প্রতি রাখি সবন্তও বিদ্রুপ করেন সানিকে। সানির সঙ্গে আমির খানের ডিনার নিয়ে প্রশ্ন করলে রাখি সবাইকে চমকে দিয়ে উত্তর দেন, ‘‘সকলে শুনুন, আমার কাছে একটা ভাল খবর আছে। আর কয়েক দিনের মধ্যে রাখি সবন্ত পর্নস্টার হয়ে যাবে।’’ বুঝতে অসুবিধে হয়নি সানির পুরনো পেশাকে খোঁচা দিতেই রাখি এই মন্তব্য করেছেন।

সেই বিতর্ক কাটতে না কাটতেই এ বার জনসমক্ষে সানির নাম করে গালাগাল দিয়ে বসলেন বলিউডের হিপ হপ গায়িকা হার্ড কৌর। কিন্তু কেন হঠাত্ এমন প্রকাশ্যে সানি লিওনকে গালাগাল দিলেন হার্ড কৌর? এর উত্তর অবশ্য এখনও কারও জানা নেই। সানিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেননি হার্ড কৌরও। 

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে