Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ , ৭ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০২-১২-২০১৬

শিপিং বহরে যুক্ত হবে আরও ৬টি নতুন জাহাজ

শিপিং বহরে যুক্ত হবে আরও ৬টি নতুন জাহাজ

চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারী- বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে ২০১৮ সালের ডিসেম্বরে নতুন আরও ছয়টি জাহাজ যুক্ত বলে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার দুপুরে বিএসসি ভবনে বিএসসি পর্ষদের সভা শেষে এই তথ্য জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “পণ্য পরিবহনের জন্য চীনে এই ছয়টি জাহাজ নির্মাণের কাজ চলছে।”

এছাড়া কয়লা পরিবহনের জন্য আরও ১০টি নতুন জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান নৌমন্ত্রী।

সভার সিদ্ধান্ত জানিয়ে শাজাহান খান বলেন, বিএসসির এখন পাঁচটি জাহাজ আছে, সবগুলোই মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে বৈঠকে বাংলার কল্লোল আর বাংলার কাকলী নামে দুটি জাহাজ বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি হয়েছে। সম্ভাবনা কাজে লাগাতে এখন থাইল্যান্ডের সঙ্গেও উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি হবে।

সরকারি-বেসরকারি খাতে ৪২টি জাহাজ তৈরির সনদ দেওয়া হয় জানিয়ে নৌমন্ত্রী বলেন, “এরমধ্যে ১০টি জাহাজের নির্মাণ কাজ চলছে। এসব জাহাজ দেশের বহরে যুক্ত হলে উপকূলীয় জাহাজ চলাচল নতুন মাত্রা পাবে।”

পর্ষদ সভায় নৌ পরিবহন সচিব অশোক মাধব রায়, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে