Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ , ৩০ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০২-১১-২০১৬

পরিচ্ছন্নতাকর্মীদের ফাঁকি রোধে চালু হল ট্র্যাকিং সিস্টেম

পরিচ্ছন্নতাকর্মীদের ফাঁকি রোধে চালু হল ট্র্যাকিং সিস্টেম

ঢাকা, ১১ ফেব্রুয়ারী- পরিচ্ছন্নতা কর্মীদের ফাঁকি রোধে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করল ডিএসসিসি।

বুধবার সকালে নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ্ই সিস্টেমের উদ্বোধন ঘোষণা করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

অনুষ্ঠানে বিশেষ আতিথি ছিলেন গ্রামীণ ফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান ও সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল।

মেয়র বলেন, ‘যিনি কাজ না করবেন তাকে ধরতেই এ সিস্টেম। ঢাকাকে বসবাসযোগ্য রাখতে আমাকে যতটুকু কঠোর হতে হয়, আমি তা হব। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণেও আমরা সবকিছু করব।’

তিনি বলেন, ‘আমি চাইনা কাউকে শাস্তি দিতে। আমরা সবাইকে পুরস্কৃত করতে চাই।’

ডিএসসিসি জানিয়েছে, সংস্থার অধীনে বর্তমানে পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন ৫২১৬ জন। পর্যায়ক্রমে এদের সবাইকে গ্রামীণ ফোনের মোবাইল সিম দেওয়া হবে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই সিম ব্যবহারকারী প্রতিটি কর্মীর সরবশেষ অবস্থান জানতে পারবেন কর্মকর্তারা। ফলে দায়িত্বে কেউ অবহেলা করলে সঙ্গে সঙ্গে ধরা পড়বেন।

ঢাকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে