Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ , ৭ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (18 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-১০-২০১৬

ভারতে ফ্যাশন শোতে উঠে আসল প্রযুক্তির প্রভাব

ভারতে ফ্যাশন শোতে উঠে আসল প্রযুক্তির প্রভাব

মুম্বাই, ১০ ফেব্রুয়ারী- মুম্বাইতে র‌্যাম্পে প্রথমবারের মতো তুলে ধরা হল ফ্যাশনে প্রযুক্তির প্রভাব। এতে অংশ নেন প্রথম সারির ফ্যাশন ডিজাইনাররা। যাদের মধ্যে ছিলেন অর্চনা কচহার, রকি এস, কেন ফার্নস এবং প্রিয়া ক্যাটারিয়া পুরি। যারা ‘টেক ফ্যাশন ট্যুর ২০১৬’ (টিএফটি)য়ে তাদের বিভিন্ন ডিজাইন উপস্থাপন করেন। এই প্রথম বারের মতো ভারতে ফ্যাশনে প্রযুক্তির প্রভাবের গুরুত্বকে উপস্থাপন করা হল।

র‌্যাম্পে উপস্থাপিত ফ্যাশনগুলো ছিল দুর্দান্ত, মসৃণ এবং স্মার্ট। প্রদর্শনীতে আরও দেখানো হয় ইউবিটেক এর তৈরি দক্ষ পরবর্তী প্রজন্মের কিছু রোবট।

আয়োজকদের মধ্যে একজন বলেন, ‘এই দিন এবং সময়ে, প্রযুক্তি এখন আর এককভাবে কোন পণ্যের বিক্রয়যোগ্য বৈশিষ্ট্য হতে পারে না। প্রযুক্তি এবং স্টাইল এখন যে কোন গ্যাজেট নিংবা এরকম পণ্যের জন্য পাশাপাশি অবস্থান করে।’

মডেলিং

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে