Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১৭ জুলাই, ২০১৯ , ২ শ্রাবণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-১০-২০১৬

মানসিক সমস্যা বাড়ছে ধূমপায়ী যুবকদের

মানসিক সমস্যা বাড়ছে ধূমপায়ী যুবকদের

মার্কিন যুবকদের মধ্যে ধূমপায়ীরাই বেশি মানসিক সমস্যায় ভুগছে। ১৯৪০, ১৯৫০, ১০৬০, ১৯৭০ এবং ১৯৮০’র দশকে জন্মানো ২৫ হাজার জনের উপর গবেষণা চালিয়ে এমন তথ্য উঠে এসেছে।

সম্প্রতি একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ১৯৬০’র দশকে ধূমপায়ীর সংখ্যা কমে এলেও পরোক্ষ ধূমপানের হার অনেক বেড়েছে।

গবেষকদের দাবি, ধূমপানের কারণে মূলত ধূমপায়ীদের মানসিক সমস্যা বাড়ছে। বিশেষত যুবকদের মধ্যে। পাশাপাশি যারা পরোক্ষ ধূমপানের শিকার তাদের আক্রান্ত হওয়ার হারও কম নয়।

আশির দশকের আগে ধূমপায়ীদের মানসিক সমস্যা এতো বেশি দেখা যায়নি। সম্প্রতি যুবকদের মধ্যে ‘সাবস্ট্যান্স-ইউজ ডিজঅর্ডার’ এর ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও  দ্যা নিউ ইয়র্ক স্টেট সাইকায়াট্রিক ইনস্টিটিউটের গবেষক আডেসার টালাটি গবেষণায় নেতৃত্ব দেন।

তিনি বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে ধূমপায়ীর সংখ্যা কম হলেও বর্তমান প্রজন্ম অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

গবেষণা সহকারী নিউ ইয়র্কের কলোম্বিয়া’স মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথের সহকারী অধ্যাপক ক্যাথরিন কেয়েস বলেন, এই গবেষণা দেশে ধূমপানে নিরুৎসাহ করতে সহায়ক হতে পারে। কারণ মানসিক সমস্যা দূর করতে ধূমপান ত্যাগ করা একটি সমাধান।

এ সমস্যা কেবল যুক্তরাষ্ট্রে নয়, ধূমপায়ী সব যুবকদের ক্ষেত্রেই হতে পারে। সাবস্ট্যান্স-ইউজ ডিজঅর্ডারের সঙ্গে বায়োলজিক্যাল ও জেনেটিক ফ্যাক্টরের সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত হতে আরও গবেষণার দরকার, যোগ করেন গবেষকরা।

সচেতনতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে