বলিউডে অর্জুন কাপুরের বয়স মাত্র চার বছর। অন্যদিকে প্রায় ১৬ বছর ধরে বলিউড কাঁপাচ্ছেন কারিনা কাপুর। কিন্তু চার বছরের অভিনয়ের অভিজ্ঞতা থেকেই কারিনার সঙ্গে পর্দা শেয়ার করার সুযোগ পেলেন অর্জুন। সম্প্রতি ‘কি অ্যান্ড কা’ ছবিতে জুটি বেঁধেছেন অর্জুন-কারিনা। কিন্তু ইন্ডাস্ট্রিতে কারিনার যে খ্যাতি, সেই কারণে তাঁকে কখনই ভয় পাননি বলে জানালেন অর্জুন।
অর্জুন জানিয়েছেন, কারিনাকে তিনি বহুদিন থেকেই চেনেন। এই নায়িকার অভিনয়ের ভক্তও তিনি। তবে তিনি যে তাঁর ভক্ত, সেটি নাকি তিনি শুটিং স্পটে কখনই বুঝতে দেননি কারিনাকে।
‘কি অ্যান্ড কা’ সিনেমায় অর্জুন একজন হাউজ হাজব্যান্ডের ভূমিকায় অভিনয় করেছেন।। অন্যদিকে, কারিনার চরিত্রটি একজন কর্মজীবি গৃহবধূর। আর বাল্কি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১ এপ্রিল।