Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ , ৬ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০২-০৭-২০১৬

নারী ধূমপায়ী সবচেয়ে বেশি বাংলাদেশে!

নারী ধূমপায়ী সবচেয়ে বেশি বাংলাদেশে!
মিরপুর স্টেডিয়াম গ্যালারিতে এই ছবি নিয়ে তোলপাড় হয়েছিল

ঢাকা, ০৭ ফেব্রুয়ারী- ধূমপান নিয়ন্ত্রণে যখন ট্যাক্স বাড়ানোর পাশাপাশি সরকার কঠোর থেকে কঠোরতর আইন করছে- এমন সময় একটি জরিপ রীতিমতো পিলে চমকানোর মতো পরিসংখ্যান দিল। ক্রোয়েশিয়ার সরকারি স্বাস্থ্য সংস্থা ক্রোয়েশিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথের মতে, বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ধূমপান করে। এরপরেই ক্রোয়েশিয়ার নারীদের অবস্থান। অবশ্য মোট ধূমপায়ীর হিসাবে ক্রোয়েশিয়া এক নম্বরে।

ওই জরিপ অনুযায়ী, ২২ দেশের মধ্যে ধূমপায়ীর সংখ্যার ভিত্তিতে ক্রোয়েশিয়ার অবস্থান সপ্তম। এখানে ধূমপায়ীর সংখ্যা ২ কোটি ২০ লাখ। এরপরেই আছে পোল্যান্ড ও রোমানিয়া। অর্থাৎ ধূমপায়ীর সংখ্যা সারাবিশ্বের মধ্যে ক্রোয়েশিয়াতে সবচেয়ে বেশি।

ইনস্টিটিউটের সংগৃহিত উপাত্ত বলছে, ক্রোয়েশিয়ায় ১৫ বছর বেশি বয়সীদের ৩১ শতাংশই ধূমপান করে। এরা দিনে গড়ে ১৬টি সিগারেট পান করে। এতে মাসে খরচ হয় প্রতিজনে ৭০ ইউরো।

ধূমপানের এই প্রবণতা নানা কারণেই বেড়েছে বা বাড়ছে। এখানে বেকারত্ব এবং মানসিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন হেলথ ইনস্টিটিউটের কর্মকর্তা তোমিস্লাভ বেনজাক।

ক্রোয়েশিয়ায় শুধু ফুসফুসের ক্যানসারেই মারা যায় ৩ হাজার মানুষ যার প্রধান কারণ ধূমপান।

তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ধূমপায়ীর সংখ্যা কমছে। যদিও এখনো চার জনে একজন ধূমপান করে বলে জরিপে পাওয়া যাচ্ছে।

তথ্যসূত্র : ক্রোয়েশিয়ার অনলাইন ম্যাগাজিন ক্রোয়েশিয়া উইক

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে