Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৭ জুন, ২০১৯ , ৩ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০২-০৭-২০১৬

বিনামূল্যে চিকিৎসা পাবেন মুক্তিযোদ্ধারা

বিনামূল্যে চিকিৎসা পাবেন মুক্তিযোদ্ধারা

নেত্রকোনা, ০৭ ফেব্রুয়ারী- নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে বলে জানিয়েছেন  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টর প্রাঙ্গণে মুক্তমনা মঞ্চে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিয়ে ভাবছেন। আগামী জুলাই মাস থেকেই মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সদর উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার এখলাছ আহমেদ, আটপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের ভান্ডারী, গাজী মোর্তজা হোসেন কামাল প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পৌরসভা মেয়র নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নুরুল আমিন প্রমুখ।
 
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) ড. তরুণ কান্তি শিকদার।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে