Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০২-০৪-২০১৬

বিনামূল্যে চিকিৎসা পাবে মুক্তিযোদ্ধা পরিবার

বিনামূল্যে চিকিৎসা পাবে মুক্তিযোদ্ধা পরিবার

ঢাকা, ০৪ ফেব্রুয়ারী- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিটি সরকারি হাসপাতালে শুধু অসহায় দুঃস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা নয়, সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য সব সরকারি ও আধাসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য এসব হাসপাতালে বিনামূল্যে একটি কেবিন বা সিট সংরক্ষিত আছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এছাড়া দরিদ্র ক্যানসার রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সংরক্ষিত মহিলা আসনের এমপি কাজী রোজির এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এমন তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মহাখালী ক্যানসার ইনস্টিটিউটে গত বছর ১৯৯ ক্যানসার রোগীর মধ্যে ১৬৬ জনের ক্যানসার সনাক্ত করা গেছে। তাদের চিকিৎসা চলছে। ব্রেস্ট ক্যানসার, জরায়ুমুখে ক্যানসার, গলায় বা মুখে ক্যানসার, ফুসফুস ‍ও ব্লাড ক্যানসারসহ সব ধরনের ক্যানসার চিকিৎসার জন্য আমারা কয়েকটি হাসপাতালে ডাক্তারসহ অবকাঠামো বাড়িয়েছি। প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করছি। ভবিষ্যতে ক্যানসার চিকিৎসার জন্য আর কাউকে বাইরে যেতে হবে না।’

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে