Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৫ জুন, ২০১৯ , ১ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-০৪-২০১৬

ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর জেল

ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর জেল

ঢাকা, ০৪ ফেব্রুয়ারী- সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) আইনে এমন শাস্তির বিধান আছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের যে কোনো ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে চার বছর পর্যন্ত জেল এবং জরিমানা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি। এসএসসি, দাখিল ও কারিগরি মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন।

আইন-আদালত

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে