কোটি কোটি বছর ধরে এই সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতি তার জোরালো অভিকর্ষ বলের টানে ধূমকেতু আর গ্রহাণু বা উল্কার গতিপথ বদলে দিয়ে বার বার বাঁচিয়েছে পৃছিবীকে। এখনও বাঁচিয়ে চলেছে।
’৯৪ সালে বৃহস্পতি না থাকলে ‘শ্যুমাখার-লেভি’ ধূমকেতু আছড়ে পড়ত পৃথিবীর বুকেই। তাতে ভয়ঙ্কর ঘটনা ঘটত পৃথিবীর বায়ুমণ্ডলে। কিন্তু, তার জোরালো অভিকর্ষ বলের টানে ওই ধূমকেতু পথ বদলিয়ে আছড়ে পড়ে বৃহস্পতির ওপর।
ওই অভিঘাতে বড় ক্ষতের সৃষ্টি হয় বৃহস্পতির পিঠে। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ধূমকেতুও। এই ভাবে বার বার ধূমকেতু, গ্রহাণু বা উল্কার আঘাতে ক্ষতবিক্ষত বৃহস্পতির নানা রকমের নজরকাড়া ছবি নিয়েই এই গ্যালারি।