Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১৯ জুন, ২০১৯ , ৪ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-০৩-২০১৬

‘দুই বছরে ৩ লাখ কর্মী নেবে কাতার’

‘দুই বছরে ৩ লাখ কর্মী নেবে কাতার’

ঢাকা, ০৩ ফেব্রুয়ারী- ‘আগামী দুই বছরে বাংলাদেশ থেকে তিন লাখ কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। গত বছর দেশটি বাংলাদেশ থেকে ১ লাখ ২৩ হাজার কর্মী নেয়। চলতি বছর থেকে এ সংখ্যা বাড়বে।’

বুধবার প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসির সঙ্গে বৈঠকে কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রমমন্ত্রী ড. ইসা সাদ আল-ফাফালি আল-নুয়াইমি এ আশ্বাস দেন।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাপ হবে কাতারে। এ উপলক্ষে দেশটি নতুন করে গড়ে তোলার বিশাল কর্মযজ্ঞ চলছে। ১৩ হাজার ডলার ব্যয়ে ছয়টি শহর গড়ে তোলা হচ্ছে। এজন্য অবকাঠামো নির্মাণ খাতে বিপুল পরিমাণ কর্মী প্রয়োজন। গত দুই বছরে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নিয়েছে কাতার। এ সংখ্যা আগামী দুই বছরে তিন লাখে উন্নীত করা হবে বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী।

কাতারের রাজধানী দোহায় দুই দেশের মন্ত্রীদের বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার কাতার যান নূরুল ইসলাম বিএসসি। বৃহস্পতিবার কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল-থানির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

বুধবারের বৈঠকে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক প্রশিক্ষিত কর্মী নেওয়ার অনুরোধ করেন নূরুল ইসলাম বিএসসি। বাংলাদেশের অনুরোধের জবাবে কাতারের মন্ত্রী বলেন, ``আগামী দুই বছরে বাংলাদেশ থেকে তিন লাখ কর্মী নিতে আগ্রহী তার দেশ। কর্মীগ্রহণ বৃদ্ধির পদ্ধতি ঠিক করতে আগামী মাসের প্রথম সপ্তাহে দুই দেশের প্রতিনিধিদের 'জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ' ঢাকায় বৈঠক করবে।''

কাতার বর্তমানে বাংলাদেশে থেকে শুধু নির্মাণশ্রমিক ও পরিচ্ছন্নকর্মী নিচ্ছে। ইসা সাদ আল-ফাফালি আল-নুয়াইমি বৈঠকে জানান, বাংলাদেশ থেকে সেলসম্যান, নার্স, চিকিৎসক, প্রকৌশলী এবং অফিস কর্মচারী নিতে চায় তার দেশ।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে