Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ , ৭ শ্রাবণ ১৪২৬

গড় রেটিং: 2.7/5 (30 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-০৩-২০১৬

পয়সার অভাবে প্লেন কিনতে পারছেন না শাহরুখ

পয়সার অভাবে প্লেন কিনতে পারছেন না শাহরুখ

মুম্বাই, ০৩ ফেব্রুয়ারি- বলিউডের সবচেয়ে পারিশ্রমিক নেয়া অভিনেতা তিনি, তার উপরে এই মুহূর্তে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও আছে আইপিএল-এ নিজের একটি দল, যাকে বিশাল বাণিজ্যিক এবং একই সঙ্গে বহুল লাভজনক একটি প্রতিষ্ঠানই বলা চলে! অথচ এতকিছু যার আছে, তার নাকি সামান্য একটি প্লেন কেনার পয়সা নেই!

হ্যাঁ, বলছিলাম বলিউড বাদশা শাহরুখ খানের কথাই। সম্প্রতি তার ফ্যানদের সাথে সরাসরি সোশাল নেটওয়ার্কে আওতায় ভিডিও বার্তায় নিজের সম্পর্কে ব্যক্তিগত প্রশ্ন-উত্তর পর্বের এক পর্যায়ে তিনি প্লেন কেনার পয়সা নেই বলে উল্লেখ করেন। 

শাহরুখ বলেন, আমি সত্যিই একটি প্লেন কিনতে চাই, কিন্তু আমার কাছে এত টাকা নেই। আমার প্রায় সব টাকায় সিনেমার পেছনে লগ্নি দেয়া। আমার একটা ব্যক্তিগত প্লেনের খুব দরকার আমি জানি, কারণ আমাকে বাহিরে প্রচুর কাজ করতে হয়। একদিন যখন আমার প্রচুর টাকা হবে, তখন ঠিকই প্লেন কিনে নিতে পারব। কিন্তু এই মুহূর্তে প্রচুর টাকা দিয়ে কেউ যদি দুটি শর্ত আমার সামনে রাখে যে, এই টাকা দিয়ে প্লেন কিনতে পারবে, কিংবা একটা সিনেমা বানাতে পারবে। তখন কিন্তু আমি সিনেমা বানানোই শুরু করব।

প্রসঙ্গত, গেল বছরে পঞ্চাশ বছর পূর্ণ করা এই তারকা অভিনেতা বর্তমানে ব্যস্ত আছেন দুটি ছবির কাজ নিয়ে। একটি ছবির নাম রইস, এবং অন্যটি ফ্যান। ফ্যান ছবিটি মূলত তার বাস্তব জীবনে তারকা খ্যাতিকে কেন্দ্র করেই নির্মিতব্য। আর অন্যদিকে ১৯৮০ দশকের গুজরাটের সহিংসতা, রাজনীতিই উঠে আসবে তার আরেক ছবি ‘রইস’-এ। ভোটের রাজনীতি আশির দশকে গুজরাটে কতোটা নোংরা ছিল, এবং এই রাজনীতিকে ঘিরে অ্যালকোহল, যৌনব্যবসা, এবং অবৈধ মাদক ব্যবসার যে রমরমা চলতো পুরো সময়জুড়ে এসবই উঠে আসবে ছবিতে। ‘রইস’-এ একজন রাজনৈতিকের চরিত্রে দেখা যাবে শাহরুখকে মিয়া ভাই চরিত্রে। শাহরুখ ছাড়াও ছবিতে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, এবং পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে