সিডনি, ০১ ফেব্রুয়ারী- আরেকটি টি-২০ বিশ্বকাপ খেলতে পারবেন, স্বপ্নেও ভাবতে পারেননি যুবরাজ সিং।কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তার পারফরম্যান্স সব হিসেব উল্টে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। ভারতীয় দলে সুরেশ রায়না যে চূড়ান্ত দলে থাকবেন, তা একপ্রকার নিশ্চিত।
কিন্তু যুবরাজ সিংহ কি জায়গা পাবেন? শেষ টি-২০ ম্যাচে রায়নাকে যোগ্য সঙ্গ দেন যুবরাজ। একটি ছয় এবং একটি বাউন্ডারি দিয়ে বুঝিয়ে দিয়েছে, ফর্মে আছেন। বল হাতে উইকেটও তুলেছেন। লুফেছেন অনবদ্য ক্যাচ।
এখানেই শেষ নয়। যুবরাজের প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি।ধোনিও নাকি যুবির ফর্মে বেশ সন্তুষ্ট। তাঁর মুখেও যুবি-বন্দনা। এই সব মিলিয়েই জল্পনার জন্ম। টি-২০ বিশ্বকাপ দলে হয়তো দেখা যেতে পারে যুবরাজ সিংকে।