Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২১ জুলাই, ২০১৯ , ৬ শ্রাবণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২৯-২০১৬

ইতালির শহরে ২৮ বছরে প্রথম শিশুর জন্ম

ইতালির শহরে ২৮ বছরে প্রথম শিশুর জন্ম

রোম, ২৯ জানুয়ারি- দীর্ঘ ২৮ বছর পর এই প্রথম এক নবজাতকের জন্ম হয়েছে ইতালির উত্তরাঞ্চলের শহর ওসটানায়।  তার নাম রাখা হয়েছে পাবলো। গত সপ্তাহে তুরিন নামের এক হাসপাতালে পাবলোর জন্ম হয়েছে। তার জন্মের মধ্য দিয়ে শহরের জনসংখ্যা একজন বেড়ে দাঁড়াল ৮৫। ইটালির সংবাদপত্র ‘লা স্টাম্পা’র খবরে এ তথ্য জানা যায়।

ওসটানার মেয়র গিয়াকোমো লোমবার্দো জানান, গত শতকের শুরুতে এই শহরে জনসংখ্যা ছিল এক হাজারের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শহরের জনসংখ্যা কমতে থাকে। ১৯৭৫ সাল থেকে শহরের জনসংখ্যা দ্রুত কমতে থাকে। পরের ১০ বছরে, ১৯৭৬ থেকে ১৯৮৭ সালের মধ্যে এই শহরে জন্ম নেয় মাত্র ১৭টি শিশু।

ইতালির প্রায় সব ছোট শহরে জনসংখ্যা কমছে। এর কারণ তরুণরা কাজের সন্ধানে ছোট শহর ছেড়ে পাড়ি জমাচ্ছে বড় শহরে। নতুন শিশু পাবলোর বাবা জোসে ও মা সিলভিয়াও বছর পাঁচেক আগে এ শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু শহরের পাশে পাহাড়ে চাকরি পেয়ে যাওয়ায় তারা থেকে যান।

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে