Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২১ জুলাই, ২০১৯ , ৬ শ্রাবণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০১-২৬-২০১৬

পররাষ্ট্র সচিবের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র সচিবের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ২৬ জানুয়ারি- প্রথমবারের মতো পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাৎ করেন তিনি। সূত্র জানিয়েছে, প্রথম সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন শহিদুল হক ও শ্রিংলা।

ওই সূত্রমতে, গত সপ্তাহে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে অনুষ্ঠিত বিবিআইএন সম্মেলনে পানি ব্যবস্থাপনা সংক্রান্ত যৌথ এক্সপার্ট গ্রুপ গঠনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এছাড়া, ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের আমন্ত্রণে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি নয়াদিল্লি সফর করবেন শহীদুল হক, সে বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। 

আগামী ১ ফেব্রুয়ারি দুই সচিবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র সচিব। ২০১৫ সালে জয়শংকরের বাংলাদেশ সফরের ফিরতি সফর হিসেবে তার এ সফর। যদিও ভারতীয় পররাষ্ট্র সচিব গত বছর দুইবার ঢাকা সফর করেন। গত ডিসেম্বরে শহীদুল হকের দিল্লি যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি।

গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নয়া প্রজন্ম নয়া দিশা’ নামে ঘোষিত যৌথ ইশতেহারের অগ্রগতি নিয়ে দুই পররাষ্ট্র সচিব তাদের বৈঠকে আলোচনা করবেন বলে জানা যায়।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে