Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১৯ জুন, ২০১৯ , ৪ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (23 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২৪-২০১৬

নিউ ইয়র্ক শহরের ইতিহাসে ভয়াবহ পাঁচটি তুষারঝড়

নিউ ইয়র্ক শহরের ইতিহাসে ভয়াবহ পাঁচটি তুষারঝড়

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে চলমান ভয়াবহ তুষারঝড়টি নিউ ইয়র্ক শহরের সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের তালিকার তিন নম্বরে রেখেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর।

এই তুষারঝড়ে নিউ ইয়র্ক শহরের সেন্ট্রাল পার্ক ৬৩ দশমিক ৮ সেন্টিমিটার (২৫ দশমিক এক ইঞ্চি) পুরু তুষারের নিচে চাপা পড়েছে বলে আবহাওয়া দপ্তরটি শনিবার জানিয়েছে।

জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী, চলতি সপ্তাহের আগে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সবচেয়ে ভয়াবহ যে পাঁচটি তুষারঝড়ের কবলে পড়েছিল, সেগুলোর সর্ব প্রথমে আছে ২০০৬ সালের ১১-১২ ফেব্রুয়ারির তুষারঝড়।

ওই তুষারঝড়ের সময় নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক ৬৮ দশমিক তিন সেন্টিমিটার (২৬ দশমিক নয় ইঞ্চি) পুরু তুষারের নিচে চাপা পড়েছিল।

দ্বিতীয় অবস্থানে আছে ১৯৪৭ সালের ২৬-২৭ ডিসেম্বরের তুষারঝড়, ওই ঝড়ে পার্কটি ৬৫ দশমিক পাঁচ সেন্টিমিটার (২৫ দশমিক আট ইঞ্চি) পুরু তুষারে ঢেকে গিয়েছিল।

এবারের ঝড়টি তৃতীয় অবস্থানে উঠে এলেও এর আগে তৃতীয় অবস্থানে ছিল ১৮৮৮ সালের মার্চের ১২ থেকে ১৪ তারিখ পর্যন্ত স্থায়ী তুষারঝড়। ওই ঝড়ে সেন্টাল পার্ক ৫৩ দশমিক তিন সেন্টিমিটার (২১ ইঞ্চি) পুরু তুষারের নিচে চাপা পড়েছিল।

২০১০ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি চতুর্থ স্থানে থাকা তুষারঝড়টি হয়েছিল, এতে সেন্টাল পার্কে ৫৩ দশমিক এক সেন্টিমিটার (২০ দশমিক নয় ইঞ্চি) উঁচু তুষার জমা হয়েছিল।

সর্বশেষ স্থানে থাকা তুষারঝড়টি হয়েছিল ১৯৯৬ সালের ৭-৮ জানুয়ারি, ওই সময় ৫১ দশমিক তিন সেন্টিমিটার (২০ দশমিক দুই ইঞ্চি) পুরু তুষারের চাদর পার্কটিকে ঢেকে দিয়েছিল।

তবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল স্থবির করে দেওয়া চলমান তুষারঝড়ে সবচেয়ে বেশি তুষারপাতের রেকর্ড হয়েছে ওয়েস্ট ভার্জিনিয়ার গ্লেনগ্যারিতে, এখানে ১০২ সেন্টিমিটারের (৪০ ইঞ্চি) রেকর্ড তুষারপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর।

এছাড়া শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে ৪২ কিলোমিটার পশ্চিমে ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ সেন্টিমিটার (২৮ দশমিক তিন ইঞ্চি) তুষারপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এটি যুক্তরাষ্ট্রের রাজধানীতে হওয়া অন্যতম সর্বোচ্চ তুষারপাত।

১৯২২ সালে ওয়াশিংটন ডিসিতে প্রায় ৪৬ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল, যা এখনও পর্যন্ত শহরটিতে হওয়া সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড।

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে