Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ , ৪ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (37 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২৩-২০১৬

শেষ চার ম্যাচ আমরা জিতব: কোহলি

শেষ চার ম্যাচ আমরা জিতব: কোহলি

সিডনি, ২৩ জানুয়ারি- টানা চার ম্যাচ হেরেও জয়ের বিরাট প্রতিশ্রুতি! সিরিজের বাকি ম্যাচ গুলিতে জেতার অঙ্গীকার ধোনির ডেপুটি বিরাট কোহলির৷ শনিবার এসসিজি-তে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ৷ পরে তিন ম্যাচের টি-২০ সিরিজ৷

চার ম্যাচের সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানদের চাপটই বেশি৷ চার-চারটি সেঞ্চুরি ভারতীয়দের দখলে৷ তবুও জয়ের মুখ দেখেনি ভারত৷ এটাই টিম ইন্ডিয়ার ভোকাল টনিক৷ বিরাট বলেন, ‘মানসিক ভাবে পিছিয়ে থাকলে আমরা লড়াই করতে পারব না৷ রান তাড়া করার ক্ষেত্রে আমাদের আরও ইতিবাচক হতে হবে৷ ফল অন্য রকম হলেও কিছু করার নেই৷ অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ৷’

টানা ১৮ ম্যাচ জিতে নজির গড়েছে অস্ট্রেলিয়া৷ এ নিয়ে বিরাট বক্তব্য, ‘অস্ট্রেলিয়া টানা ১৮ ম্যাচ জিতেছে৷ সুতরাং ওদের হারাতে আমাদের অতিরিক্ত দিতে হবে৷ হার থেকে আমাদের শিখতে হবে৷ আশা করি ভালো করব৷ মানিসিক ভাবে আমরা আগের জায়গাতেই রয়েছি৷ প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে৷ বিশ্বাস শেষ চারটি ম্যাচ আমরা জিতব৷ শনিবার শেষ ওয়ান ডে এবং টি-২০ সিরিজ জিতলে শেষটা ভালো হবে৷’

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে