Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ , ৩ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০১-২৩-২০১৬

বিশিষ্ট ২১ জনকে হত্যার হুমকিতে ছাত্রলীগের বিক্ষোভ

বিশিষ্ট ২১ জনকে হত্যার হুমকিতে ছাত্রলীগের বিক্ষোভ

নাটোর, ২৩ জানুয়ারী- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ এমপি, উপজেলা চেয়ারম্যান, সাংবাদিক, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাসহ ২১ জনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

শুক্রবার দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে ফিরে আসে। পরে তারা সেখানে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রলগের সাধারণ সম্পাদক শাহারিয়র রিয়ন, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ কাফী শুভ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার প্রমুখ।

এর আগে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোর্ত্তুজা, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক দুলাল সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম জেমস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের এপিএস আকরামুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদক ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মেয়ে কুহেলী কুদ্দুস মুক্তি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এসএম ফিরোজ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, এইচ এম জাকির, আর্জু শেখ, আসাদ, ফেরদৌস, ভোলা ও বুলবুলকে প্রাণনাশের হুমকি দেয় আনসারুল্লাহ বাংলা টিম-১১ নামের একটি জঙ্গি সংগঠন।

ডাকযোগে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকারের কাছে ওই চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আনসারুল্লাহ বাংলা টিম-১১ রাজশাহী বিভাগের নাটোর জেলায় প্রথম আঘাতেই যাদের নিশ্চিহ্ন করবে তাদের একটি প্রাথমিক তালিকা দেয়া হল। স্বল্প সময়ে আরও একটি নামের তালিকা দেয়া হবে।

এদিকে, আনসারুল্লাহ বাংলা টিম-১১ এর হুমকির প্রেক্ষিতে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম জেমস তার ফেসবুকে লিখেছেন, ‘অন্ধকারের জঙ্গি সংগঠনের হত্যার হুমকিতে আমরা ভয় পেয়ে যাবো তেমন বাংলা মায়ের সন্তান আমরা নই। আমাদের হত্যার ভয় দেখিয়েও লাভ নেই। দেশবিরোধী জঙ্গিদের চক্রান্তে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। আমরা এগিয়ে যাবো জয় বাংলার স্লোগানে।’

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে