Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ , ৩০ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.4/5 (25 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২২-২০১৬

বাবা-মা’র বেশি বয়স কমাতে পারে সন্তানের আয়ু

বাবা-মা’র বেশি বয়স কমাতে পারে সন্তানের আয়ু

বেশি বয়সী বাবা-মা’র সন্তানেরা প্রায় ক্ষেত্রেই খুব বেশিদিন বাঁচে না। আর তা কেন হয় সে রহস্যটিই নতুন এক গবেষণা চালিয়ে আবিস্কার করেছেন বিজ্ঞানীরা।

গবেষণায় বলা হয়েছে, বাবা-মায়ের বয়স সন্তানের টেলোমেয়ারে প্রভাব ফেলে। প্রাণীদেহের প্রতিটি ডিএনএ’র শেষ প্রান্তে প্রোটিনের যে আবরণ থাকে তাকে টেলোমেয়ার (অনেকটাজুতার ফিতার প্রান্তভাগে প্লাস্টিকের যে অংশ থাকে তার মত) বলে।

গবেষকদের একজন যুক্তরাষ্ট্রের ‘নর্থ ডাকোটা স্টেট’ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ব্রিট হেইডিনগার বলেন, কোষ বিভাজনের সময় ডিএনএ- এর ক্ষয় রোধে সাহায্য করেটেলোমেয়ার। টেলোমেয়ারের ক্ষয় কোষের জীবনকাল হ্রাস করে।  টেলোমেয়ারের দৈর্ঘ বাড়া কমার সঙ্গে  প্রাণীদেহের বয়স কম-বেশি হওয়ার সম্পর্ক রয়েছে।

এনডিটিভি জানায়, গবেষকরা স্কটল্যান্ডের ‘মে ন্যাশনাল নেচার রিজার্ভ’ এ বসবাস করা ‘ইউরোপিয়ান সাগ’ পাখির উপর গবেষণা চালান।

গবেষকরা ওই সব পাখির বাসাগুলোর দিকে নজর রাখেন যেগুলোর জোড়ের অন্তত একটি পাখির বয়স কর্তৃপক্ষের জানা আছে।

৩০ বছরেরও বেশি সময় ধরে সামুদ্রিক এ পাখিগুলো নিয়ে গবেষণা চলে। গবেষকরা পাখির ছানার দেহ থেকে রক্তের নমূনা সংগ্রহ করেন এবং তাদের টেলোমেয়ারের দৈর্ঘ্যপরীক্ষা করেন।

পরীক্ষার দেখা গেছে, অপেক্ষাকৃত বয়স্ক পাখিজোড়ার ছানাদের টেলোমেয়ারের ক্ষয় কমবয়সী পাখিজোড়ার ছানাদের তুলনায় বেশি।

গবেষকরা আরো বলেন, মায়ের বয়স বাবার বয়সের তুলনায় সন্তানদের ওপর বেশি প্রভাব ফেলে।

‘দ্য জার্নাল ফাংশনাল ইকোলজিতে’ এ গবেষণা প্রতিবেদন প্রকাশ পায়।

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে