Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ , ২ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২২-২০১৬

জনগণের প্রতি আস্থা নেই বিএনপির

জনগণের প্রতি আস্থা নেই বিএনপির

কুষ্টিয়া, ২২ জানুয়ারি- জনগণের প্রতি আস্থা না থাকায় বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যদি না চায় তাহলে বিএনপিকে কোনো বিদেশি প্রভু রাষ্ট্র ক্ষমতায় আনতে পারবে না।’

বুধবার বিকেলে কুষ্টিয়ার হানিফনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপি অতীতের কর্মকাণ্ডের জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ২০১৫ সালে বিএনপি ৯০ দিন জনগণের ওপর যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে তার জন্য তারা জনবিচ্ছিন্ন।’

সম্প্রতি পুলিশি নির্যাতন সর্ম্পকে তিনি বলেন, ‘আমরা চাই এই সরকারের অধীনে জনগণ শান্তিতে ও নিরাপদে থাকবে। এক জন বা দুই জন পুলিশের অপকর্মের দায়ভার পুরো পুলিশ বাহিনীর ওপর বর্তাতে পারে না।’

বিচারপতিদের রায় নিয়ে মির্জা ফখরুলের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যখন কোনো বক্তব্য তাদের পক্ষে যায় তখন সেটাই আইনসঙ্গত। যখন বিপক্ষে যায় তখন আইনসঙ্গত নয়।’

তিনি বলেন, ‘এর আগে উচ্চ আদালতের প্রধান বিচারপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। একজন বিচারপতির রায় যদি তাদের মনে হয় যৌক্তিক তাহলে আরেকজন বিচারপতির রায়ও তাদের মানতে হবে।’

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে