Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৫ জুলাই, ২০১৯ , ৩১ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (30 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১৯-২০১৬

মাশরাফিকে ভারতে রেখে দিতে চেয়েছিলেন বিসিসিআই কর্মকর্তা!

মাশরাফিকে ভারতে রেখে দিতে চেয়েছিলেন বিসিসিআই কর্মকর্তা!

ঢাকা, ১৯ জানুয়ারি- অবাক হলেও, সত্যিই এমনটা হয়েছিলো। সীমিত ওভারে বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে রেখে দিতে চেয়েছিলেন ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের (সিসিঅ্যান্ডএফসি)  ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের শীর্ষ এক কর্মকর্তা। এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

সোমবার মাশরাফিকে নিয়ে লেখা প্রখ্যাত ক্রীড়াসাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের 'মাশরাফি' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা তোলেন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার ও সাবেক এই অধিনায়ক।

তখনও জাতীয় দলে অভিষেক হয়নি মাশরাফির। এরই মধ্যে খেলতে গিয়েছিলেন কলকাতাতে। ওই দলের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন। সেবার দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে ক্লাবটির উর্ধ্বতন কর্মকর্তাদের নজর কাড়েন নড়াইল এক্সপ্রেস।

সেদিনের ঘটনা স্মৃতিচারণ করতে গিয়ে সুজন বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় একজন কর্মকর্তা নাম বলবো না তার। আমাকে ডেকে বললো, কাল তোমরা একটু ভালো খেইলো। উনি চলে যাওয়ার পর মাশরাফি প্রথম আমাকে জিজ্ঞেস করে চাচা উনি কি বললো? আমি বললাম যে আমাদেরকে ভালো করে খেলতে বললো। আমরা পুরো দল তখন ডিনার করছিলাম একসঙ্গে। নরম্যালি বললাম আমরা কাল আমাদের জিততে হবে এবং খুব ভালো ক্রিকেট খেলব। আমাদের কাছে খুব অপমানকর লেগেছিল কথাটা। প্রথম ম্যাচটি আমরা ৭ উইকেটে জিতি। ওর বোলিংটা মনে ছিল ১০ ওভারে ১৮ রান তিন উইকেট। তিন উইকেট তো মাশরাফি অনেক নিয়েছে। কিন্তু ওই দশ ওভারে ওই তিন ছিল বিশেষ কিছু।’

তিনি বলেন, ‘ওই ম্যাচের পর আমার সঙ্গে বোর্ড কর্মকর্তার দেখা হয়েছিল সন্ধ্যায়। আমি নিজে গিয়ে উনাকে গিয়ে জিজ্ঞেস করলাম আমরা কি ভালো খেলতে পেরেছি? উনি সেদিন কিছু বলেনি। দ্বিতীয় ম্যাচেও আমরা আবারো জিতি আট উইকেটে। সেদিন মাশরাফি চার উইকেট নিয়েছি। তারপরে যেটা আমাদেরকে বলা হল, তোমরা এ ছেলেটাকে রেখে যাও। আমাদের তো জোরে বল করে সেকরম বোলার নেই। আমাদের দলে এরকম একটা বোলার দরকার। আমি বললাম আমরা এতদিন পরে এমন একজন বোলার খুঁজে পেয়েছি। কিভাবে ওকে আপনাদের দিয়ে দেই।’

সেদিনের মাশরাফি থেকে আজকের মাশরাফি; পুরো সময়টা জুড়েই খালেদ মাহমুদ সুজনের কাছে আগের মতোই আছে। পরিশ্রমী ও দলের জন্য আত্মপ্রাণ। বলেছেন, ‘যেকোন অড সিচুয়েশনেও ওর কাছে যখন যেটা চাওয়া হয়েছে চেস্টা করেছে সেটা দেওয়ার। পারফরম্যান্স হবে আবার হবে না। কিন্তু মাশরাফি যেটা করছে সেটা অনন্য। সঠিক পথেই আমরা আছি। ওর নেতৃর্তে আমরা এগিয়ে যাচ্ছি।’

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে