Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৭ জুন, ২০১৯ , ৩ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১৭-২০১৬

সত্তরে সাত পাকে বাঁধা পড়লেন কবীর বেদী

সত্তরে সাত পাকে বাঁধা পড়লেন কবীর বেদী

বয়স সাত দশকের চৌকাঠে৷ তবে তাতে কী! সত্তরেই সাত পাকে বাঁধা পড়লেন কবীর বেদী৷ জন্মদিনে অভ্যাগতদের অবাক করে দীর্ঘদিনের সঙ্গী পরভীন দুষণজের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কবীর৷

ছিল জন্মদিনের নেমন্তন্ন৷ কিন্তু হয়ে দাঁড়াল বিয়ের রিসেপশন৷ নিমন্ত্রিত অতিথিদের এমনই আবাক করলেন কবীর বেদী৷ প্রায় ৯ বছর ধরে পরভীনের সঙ্গেই থাকেন কবীর৷ কিন্তু আনুষ্ঠানিক গাঁটছড়াটা আর বেঁধে ওঠা হয়নি৷ খামতিপূরণের জন্য নিজের ৭০তম জন্মদিনটাই বেছে নিয়েছিলেন৷ রীতিমতো গুরুদ্বারে আশীর্বাদ নিয়ে গত শুক্রবার সাত পাকে বাঁধা পড়েন দু’জনে৷ ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের কাছের মানুষরা৷ শনিবার ছিল তাঁর জন্মদিন৷ আখেরে তা হয়ে দাঁড়ায় বিয়ের পার্টি৷

এর আগেও তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন কবীর৷ কবীর কন্যা পূজা বেদী অবশ্য এ বিয়েতে হাজির ছিলেন না৷ তবে উপস্থিত ছিলেন কবীরের ছেলে অ্যাডাম৷ এছাড়া পরিবারের অন্যরাও মাতলেন সত্তরের জন্মদিনে কবীরের নতুন করে সাত পাকে বাঁধার সেলিব্রেশনে৷

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে