মুম্বাই, ১৬ জানুয়ারি- সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবিতে অভিনয় করতে গিয়ে পরিচয় রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের। শুরুতে দুজনের মধ্যে শুধুই বন্ধুত্ব ছিল। তবে ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি করার পর থেকেই দুজনের মধ্যে বন্ধুত্বের গভীরতা বাড়তে থাকে। প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের পরে রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠতা স্বভাবতই নজর কাড়ে সংবাদমাধ্যমের। তখন থেকেই দুজনকে নিয়ে জোর জল্পনা শুরু বলিউডে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর সম্পর্কে সরাসরি কথা বললেন দীপিকা। তিনি রণবীরের ব্যক্তিত্ব এবং তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই খোলাখুলি আলোচনা করেন। তিনি বলেন, ‘রণবীর হয়তো জোকারের মতো লাফালাফি করতে পারে। কিন্তু আমার কাছে সে খুবই সংবেদনশীল মানুষ। সেই সঙ্গে রণবীর খুবই অবেগপ্রবণ।’
দীপিকা বলেন, ‘অনেকেই রণবীরের বুদ্ধিমত্তার পরিচয় পাননি। তাঁদের কাছে হয়তো রণবীর নেহাতই এক জন জোকার। যে শুধু লাফালাফি করতেই জানে। কিন্তু আমার কাছে সে ভীষণই সংবেদনশীল এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব।’ তবে রণবীরের যতই সুনাম করুক না কেন, দুজনে কবে বিয়ে করছেন সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন এই নায়িকা।
সংবাদমাধ্যমকে দেওয়া এই সাক্ষাৎকারে এভাবেই নিজের এবং রণবীর সিংয়ের সম্পর্কের জল্পনা আরও খানিকটা উস্কে দিলেন দীপিকা।