Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৬ জুন, ২০১৯ , ২ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (52 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১৫-২০১৬

মোহনীয় হতে চাইলে বদলান ৮টি অভ্যাস

মোহনীয় হতে চাইলে বদলান ৮টি অভ্যাস

সাধারণত মেয়েরা সৌন্দর্যের পেছনে ছোটে। সৌন্দর্য এমন একটি বিষয়; যা নারীদের আরো বেশি আকর্ষণীয় করে তোলে।

তবে সুন্দর হতে চাইলেই তো আর সুন্দর হওয়া যায় না; এর জন্য দরকার হয় সঠিক যত্নের। কিন্তু আমরা অনেকেই নিজেদের সৌন্দর্য নষ্ট হওয়ার পিছনে নিজেরাই দায়ী থাকি। আমাদের ব্যক্তিগত জীবনযাপন, কিছু বদঅভ্যাস সব মিলিয়েই নষ্ট হয় দেহের সুস্থতা ও সৌন্দর্য।

জেনে নিন কোন বদঅভ্যাসে হারিয়ে যায় আপনার সৌন্দর্য:


ব্রণের দাগ:
ব্রণ মেয়েদের ত্বকের খুব পরিচিত একটি সমস্যা। আর স্বাভাবিক ভাবেই তা নারী সৌন্দর্য নষ্ট করে। ত্বকে ব্রণ হলে তাকে নিয়ে চলে হাজার এক্সপেরিমেন্ট। আর তখনই ত্বকে দেখা দেয় দাগের সমস্যা। ফলে মুখের সৌন্দর্য নষ্ট হয়।


চুলের রঙ বদল:
ঘন কালো চুল নারী সৌন্দর্যের অন্যরকম মাত্র যোগ করে। কিন্তু আমরা অনেকেই চলতি ফ্যাশনে গা ভাসিয়ে বার বার চুলের রং পাল্টাতে থাকি। এই কারণেই একটা সময়ের পর চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, উজ্জ্বলতা হারায়। দেখা দেয় চুল পড়ার সমস্যা। ফলে হারাতে থাকে সৌন্দর্যও।


খুব বেশি আইব্রো প্লাক করা:

চোখের সৌন্দর্যের অন্যতম অঙ্গ হল আইব্রো। বিশেষ করে নারীরা তাদের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য প্রতি মাসেই নিয়ম করে আইব্রো প্লাক করে থাকেন। কিন্তু অনেকেই আছে যারা কিছুদিন পর পর আইব্রো প্লাক করে থাকেন। এর ফলে ভ্রুর নিচের চামড়া ঝুলে গিয়ে ব্যাঘাত ঘটে সৌন্দর্যের।


বেশি রাত করে ঘুমানো এবং অতিরিক্ত ঘুমানো:
দৈনন্দিন জীবনে আমরা মেয়েরা এতোটাই ব্যস্ত  থাকে যে নিজের খেয়াল রাখতে একেবারে ভুলে যার তারা। দেহের সুস্থতা নিয়ে না ভাবা সৌন্দর্য হারানোর জন্য যথেষ্ট কারণ। বেশি রাত জাগলে চেহারায় যেমন এর খারাপ প্রভাব পরে তেমনি অতিরিক্ত ঘুমালেও চেহারায় খারাপ প্রভাব পরে।


জাঙ্ক ফুড:

ভালো খেলে এর প্রভাব নিজের দেহেও পরে থাকে, শরীর সুস্থ থাকে। আর দেহে জাঙ্ক ফুডের প্রভাব সম্পর্কে আমরা সকলেই জানি। আমাদের দেহের জন্য জাঙ্ক ফুড মোটেও স্বাস্থ্যকর নয়। জাঙ্কফুড আমাদের ত্বক নষ্ট করে, ওজন বৃদ্ধি করে দেহে দেখা দেয় আরো নানা ধরনের  জটিলতা।


মদ্যপান ও ধূমপান করা:
মদ্যপান বা ধূমপান এর খারাপ প্রভাব সম্পর্কে আমরা অনেক আগে থেকেই জানি। এই জিনিসগুলো শুধু সৌন্দর্য নষ্ট করে না দেহকে তিলে তিলে ধ্বংস করে এবং মৃত্যুর পথে ঠেলে নিয়ে যায়।


মুখ পরিষ্কার না করা ও মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়া:
অনেকেই অলসতা করে মুখ পরিষ্কার করেন না এবং মেকআপ পরিষ্কার না করেই ঘুমিয়ে পড়েন। এই রকম দু’একদিন হলে কেনো সমস্যা নেই। কিন্তু এটি যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে তা ত্বকের জন্য খুব খারাপ এবং সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।


অতিরিক্তি চা বা কফি পান করা:
নারীর মধুর হাসি অবশ্যই সৌন্দর্যের প্রধান অংশ। তবে প্রতিদিন চা বা কফি অতিরিক্ত খেলে দাঁত হলুদ বর্ণের হয়ে যায়। আর তখন দাঁতের সৌন্দর্য নষ্ট হতে পারে। তাই খেয়াল রাখবেন দিনে অতিরিক্ত পরিমাণে চা বা কফি না খাওয়া।

রূপচর্চা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে