Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ , ৭ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 2.4/5 (39 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১৪-২০১৬

মিশরে ৪৭টি ফেসবুক পেজের এডমিন গ্রেফতার

মিশরে ৪৭টি ফেসবুক পেজের এডমিন গ্রেফতার

কায়রো, ১৪ জানুয়ারি- মিশরীয় নিরাপত্তা বাহিনী ৪৭টি ফেসবুক পেজের এডমিনদের গ্রেফতার করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পেজগুলোর বিরুদ্ধে অভিযোগ এগুলো নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড কর্তৃক পরিচালিত।

হোসনি মোবারকের পতনের মূলেই ছিল ফেসবুকে গড়ে ওঠা আন্দোলন। সেই আন্দোলনের বর্ষপূর্তিও ঘনিয়ে আসছে। এজন্যই কয়েকজন অনলাইন এক্টিভিস্টকে আটক করেছে দেশটির সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবু বকর আব্দেল করিম বলেন, ‘ঐ পেজগুলোর এডমিন ২৫ জানুয়ারিকে ঘিরে নাশকতার চেষ্টা করছিল, তারা সরকারি সংগঠনের বিরুদ্ধে কথা বলছে এবং মুসলিম ব্রাদারহুডের বার্তা পৌঁছে দিচ্ছিল। এ সকল কারণেই তাদের গ্রেফতার করা হয়।’

তবে অভিযুক্ত ওই ৪৭টি পেজ ঠিক কতজন পরিচালনা করতেন সেই সংখ্যা সঠিক জানা যায়নি।

২০১১ সালের আন্দোলনের পর মুসলিম ব্রাদারহুডই সবচেয়ে জনপ্রিয় সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু ২০১৩ সালে সংগঠনটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর গণবিক্ষোভের মুখে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে পদচ্যুত করে সামরিক বাহিনী।

আবদেল করিম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব সন্ত্রাসী পেজগুলোর বিরুদ্ধে সবসময়ই কঠোর অবস্থান নেবে।

আফ্রিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে