Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ , ৬ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.8/5 (55 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১২-২০১৬

বেশি ঘুমালে যে ক্ষতিগুলো হতে পারে আপনার

কে এন দেয়া


বেশি ঘুমালে যে ক্ষতিগুলো হতে পারে আপনার

ইদানিং সবখানে কম ঘুমানোর ক্ষতির কথা জানা যাচ্ছে। কম ঘুমালে ওজন বাড়ে, বিভিন্ন অসুখ হয়, স্বাস্থ্য খারাপ হয়, মানসিক স্বাস্থ্যও খারাপ হয় ইত্যাদি। কিন্তু আপনি কী জানেন, খুব বেশি ঘুমানোরও যে আছে খারাপ প্রভাব? হ্যাঁ, কম ঘুমের মত বেশি ঘুমেরও আছে খারাপ প্রভাব। এটা শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যই খারাপ করতে পারে।

ঠিক কতটুকু ঘুম আসলে বেশি ঘুম? আর কতটুকু ঘুমানোই বা কম ঘুম? প্রতিটি মানুষের ঘুমের প্রয়োজন আলাদা। আপনার যতটা ঘুম দরকার হবে, আপনার বয়স্ক মায়ের ঘুম সেই পরিমাণ দরকার হবে না। আবার উঠতি বয়সের ছেলে বা মেয়েটির ঘুমের প্রয়োজন আবার আলাদা হবে। তবে প্রাপ্তবয়স্ক একজন মানুষের মোটামুটি ৭-৯ ঘন্টা ঘুমের দরকার হয়। কিন্তু নিয়মিত ৯ ঘন্টার বেশি ঘুমানোটা হতে পারে কোনো একটা লুকানো রোগের লক্ষণ। এটা আপনার অসুস্থ হবার কারণও হতে পারে। দেখে নিন বেশি ঘুমানোর খারাপ দিকগুলো।

১) বেশি ঘুমানো বাড়ায় বিষণ্ণতার ঝুঁকি। ২০১৪ সালে যমজদের নিয়ে এক গবেষণায় দেখা যায়, লম্বা সময় ঘুমালে একজন মানুষের বিষণ্ণতার ঝুঁকি বেড়ে যায়।

২) এখানেই শেষ নয়, বেশি ঘুম মস্তিষ্ককেও প্রভাবিত করে। বয়স্ক নারীদের ওপর গবেষণায় দেখা যায়, বেশি বা কম ঘুমানোর কারণে ছয় বছরের মাঝে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়।

৩) বেশি ঘুম আমাদের প্রজনন স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। ২০১৩ সালের কোরিয়ান এক গবেষক দলের অ্যানালাইসিসে দেখা যায়, ৭-৮ ঘণ্টা ঘুমালে গর্ভধারণের মাত্রা সবচাইতে বেশি হয় আর ৯-১১ ঘন্টা ঘুমালে সবচাইতে কম হয়।

৪) ডায়বেটিসের ঝুঁকি বাড়ায় বেশি ঘুম। কুইবেকের এক ছোট গবেষণা থেকে দেখা যায়, জারা আট ঘন্টার বেশি ঘুমান তাদের টাইপ টু ডায়াবেটিস হবার ঝুঁকি থাকে দ্বিগুণ।

৫) ঘুম কম হলে যেমন ওজন বাড়তে পারে তেমনি ঘুম বেশি হলেও ওজন বাড়তে পারে। কুইবেকের ওই একই গবেষণায় দেখা যায়, প্রয়োজনের বেশি এবং কম যারা ঘুমান তাদের ওজন অন্যদের চাইতে বেড়ে যায়। যারা পরিমাণমত ঘুমায় তাদের চাইতে এদের ওজন বাড়ার সম্ভাবনা থাকে ২৫ শতাংশ বেশি।

৬) হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে বেশি ঘুম। ২০১২ সালের এক রিসার্চে দেখা যায়, দিনে আট ঘন্টার বেশি ঘুম হৃদরোগ বাড়াতে পারে। তাদের অ্যানজাইনা হবার ঝুঁকি বাড়তে পারে দ্বিগুণ এবং করোনারি আর্টারি ডিজিজ হবার সম্ভাবনা বাড়ে ১.১ গুণ।

৭) বেশি ঘুমালে কমতে পারে আয়ু। ২০১০ সালে ১৬টি গবেষণার তথ্য রিভিউ করে দেখা যায়, প্রয়োজনের চাইতে কম বা বেশি ঘুমালে আয়ু কমে যায় এবং মৃত্যু ঝুঁকি বাড়ে- কারণ যেটাই হোক না কেন।

লেখক- কে এন দেয়া

সচেতনতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে