Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ , ৩ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (26 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০৯-২০১৬

নুসরাত ফারিয়া ও রিয়া সেনের দ্বন্দ্ব চলছেই

নুসরাত ফারিয়া ও রিয়া সেনের দ্বন্দ্ব চলছেই

কলকাতা, ০৯ জানুয়ারি- নায়িকাদের মধ্যে চুলোচুলি আর মুখ কালাকালি মাঝে মাঝে হয়েই থাকে। কিন্তু দুই দেশের দুই নায়িকার মধ্যে এমন চুলোচুলি হবে তা কি কখনো ভাবা যায়! ভাবা না গেলেও ঘটনা কিন্তু সত্য। বলছিলাম বাংলাদেশের তরুণ ক্রেজ নুসরাত ফারিয়া আর কলকাতার নায়িকা রিয়া সেনের কথা।

দুজনেই দুই বাংলার যৌথ-প্রযোজনায় নির্মিত ‘হিরো-৪২০’ ছবিতে অভিনয় করছেন। ছবিতে ফারিয়াকে নেওয়া হয়েছে প্রধান অভিনেত্রী হিসেবেই। কিন্তু শুটিংয়ের মাঝপথে গিয়ে ফারিয়া জানতে পারলেন রিয়া সেনের লবিংয়ের কারণে ছবিতে তাঁর গুরুত্ব কমিয়ে রিয়া সেনের গুরুত্ব বাড়িয়ে তোলা হয়েছে। আর এতেই চটে গেলেন ফারিয়া। চটলেন রিয়া সেনও। এরপর একসঙ্গে শুটিং করলেও একজন আরেক জনের সঙ্গে কথা বলতেন না। এমনকি ফারিয়া শুটিং না করারও ঘোষণা দিয়েছিলেন। পরে কোনরকমে ম্যানেজ করলেও দুজনের মানসিক দূরত্ব রয়েই গেছে। আর তার প্রমাণ মিলল সম্প্রতি কলকাতার একটি পত্রিকায় প্রকাশিত রিয়া সেনের সাক্ষাৎকারেও। সেখানে তিনি ‘হিরো ৪২০’ নিয়ে কথা বললেও কোথাও ফারিয়ার নামের একটি অক্ষরও উচ্চারণ করেননি।

টলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে