Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ , ৭ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (21 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০৮-২০১৬

সম্পর্কে ভাঙনের স্পষ্ট লক্ষণগুলো চিনে নিন

সম্পর্কে ভাঙনের স্পষ্ট লক্ষণগুলো চিনে নিন

সম্পর্কের মাঝে হঠাৎ করেই একটা ভয় ও আশঙ্কার অনুভূতি চলে আসে। মনে হয়, সঙ্গী-সঙ্গিনী অনেক দূরে চলে গেছে। কিছুই আর আগের মতো ঠিকঠাক নাই। কিছু লক্ষণে বোঝা যায় সম্পর্ক শেষ হতে চলেছে। সোশাল মিডিয়া 'কুয়োরা'তে সম্পর্কের শেষ অবস্থার লক্ষণ তুলে ধরা হয়েছে।

১. বিবাহিত : যদি এমন কারো সঙ্গে সম্পর্কের শুরু হয় যিনি বিয়ে করেছেন, তবে জটিলতা সবচেয়ে বেশি থাকবে। দুজনের মাঝে যেকোনো একজন বিবাহিত বা বিবাহিতা থাকলে এ সম্পর্কের পরিণতি বোঝা দুষ্কর।

২. নিরাপত্তাহীনতা : সম্পর্কে কেউ নিরাপত্তা বোধ না করলে সেখানে বেশ বিতর্ক থাকে। এখানে সমস্যা লেগেই থাকবে। মতের অমিল, তর্ক এবং বিবাদ লেগেই থাকবে।

এ ক্ষেত্রে শেষ পর্যন্ত বিশেষজ্ঞের মতামতই গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। সম্পর্ক বিষয়ক থেরাপিস্ট ড. জন গটম্যান জানান, সম্পর্কে মোটামুটি চারটি বিষয় দেখা দিলেই বোঝা যাবে এর ইতি ঘটতে চলেছে। এগুলো হলো, একে অপরকে কটাক্ষ করে কথা বলা, লুকোচুরি, দুজনের মাঝে পাথরের মতো দেয়াল তুলে দেওয়া এবং অবজ্ঞা। সম্পর্ক ভাঙনে এগুলোই জঘন্য কারণ। সূত্র : ইনডিপেনডেন্ট

সম্পর্ক

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে