Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৭ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (26 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০১-০৭-২০১৬

‘জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধে আগামী অধিবেশনে বিল চাই’

‘জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধে আগামী অধিবেশনে বিল চাই’

চট্টগ্রাম, ০৭ জানুয়ারী- জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা।

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর দোস্ত বিল্ডি চত্বরে সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

ফোরামের দক্ষিণ জেলা সভাপতি মো. ইদ্রিসের সভাপতিত্বে ও নগর কমিটির নেতা আরিফ মঈনুদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী বেদার, মহানগর সভাপতি নুরুল আলম মন্টু, উত্তর জেলা সভাপতি ড. মাহমুদ হাসান, মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা সধারণ সম্পাদক যথাক্রমে অ্যাডভোকেট বিকে বিশ্বাস, নুরে আলম সিদ্দিকী, খালেদা আকতার চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, একাত্তরের আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে জামায়াত-শিবিরের ডাকা হরতাল  রাষ্ট্র, সংবিধান ও আইনের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ।’

যুদ্ধাপরাধী দল হিসেবে ঘোষিত জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধে আগামী জাতীয় সংসদ অধিবেশনে বিল আনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, ৩০ লাখ শহীদের রক্তভেজা বাংলাদেশের মাটিতে পাকিস্তানের টাকায় লালিত জামায়াত-শিবিরের স্থান হতে পারে না।

সম্প্রতি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, খালেদা জিয়া জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে আইনের আওতায় আনতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি আনোয়ারুল হক চৌধুরী বাবুল, মাহফুজুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সম্পাদক মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, মুক্তিযোদ্ধা এসএম লেয়াকত হোসেন, বাদশা মিয়া,  আবদুস ছত্তার ও কিরণ লাল আচার্য্য, অজয় মিত্র শংকু, জসিম উদ্দিন, পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, শাহেদ মুরাদ শাকু, অ্যাড. ইফতেখার উদ্দিন রাসেল, ইয়াছির আরাফাত, কাজী মো: আলমগীর, সরওয়ার আলম, অ্যাডভোকেট সাইফুন্নাহার সেফু, নাছির উদ্দিন রিয়াজ, সেলিম চৌধুরী, কামাল উদ্দিন, সফিকুর রহমান সৌরভ, আফসারুল হক, মোহাম্মদ শাহজাহান, সাফকাত আজম শাকিব, আব্দুল ওয়াহেদ হোসাইনী, মো. সেকান্দর আলী, আব্দুর রহিম, ইমরান হোসেন মুন্না, আইন কলেজ ছাত্র সংসদের এজিএস শাহাদাত হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে এসে শেষ হয়।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে