Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ , ২ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (36 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০৭-২০১৬

বিশ্বরেকর্ড করে সোনা জিতলেন ভারতের অপূর্বি

বিশ্বরেকর্ড করে সোনা জিতলেন ভারতের অপূর্বি

নয়াদিল্লি, ০৭ জানুয়ারি- সোনা জেতার সঙ্গে বিশ্বরেকর্ড৷ অনন্য এই নজির গড়লেন ভারতের মহিলা শ্যুটার অপূর্বি চান্ডেলা৷ সুইডিস কাপ গ্রাঁ পি-তে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন তিনি৷ ফাইনালে সোনা জেতার পথে চিনের খেলোয়াড় ও অলিম্পিকে সোনাজয়ী শ্যুটার ই সিলিংয়ের রেকর্ড ভাঙলেন অপূর্বি৷

আগেই চলতি বছরের রিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছিলেন সদ্য তেইশে পাওয়া দেওয়া জয়পুরের কন্যা৷ আর সুইডেনের ফাইনালে জেতার পাশাপাশি ভাঙলেন চিনা খেলোয়াড়ের রেকর্ড৷ সিলিংয়ের ২১১ পয়েন্টের রেকর্ড ভেঙে থেকে তিনি ২১১.২ পয়েন্ট স্কোর করলেন৷ বিশেষজ্ঞদের মতে, এই জয়ের ফলে অলিম্পিকের জন্য আত্মবিশ্বাসও বাড়বে তাঁর৷ টুর্নামেন্টে রূপো ও ব্রোঞ্জ জিতেছেন সুইডেনেরই আস্ট্রিড স্টিফেনসন(২০৭.৬) ও স্টাইন নিয়েলসন(১৮৫.০)৷

সোনা জিতে অপূর্বি জানান,‘এই জয় আমাকে আসন্ন অলিম্পিকে ভালো ফল করতে সাহায্য করবে৷ রাজস্থানের মানুষদের উৎসাহ, সমর্থন এবং শুভেচ্ছাই আমাকে আন্তর্জাতিক মঞ্চে সফল হতে সাহায্য করেছে৷’ গতবছর এপ্রিলে দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ জিতে রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন তিনি৷ আন্তর্জাতিক পর্যায়ের মতো ২০১৫-তে জাতীয় পর্যায়েও সফল ছিলেন অপূর্বি৷ দক্ষিণ কোরিয়াতে সাফল্য পাওয়ার পর ডিসেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও সোনা জিতে নেন এই শ্যুটার৷

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে