Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ , ১ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০৬-২০১৬

'আমি এমন একজন ব্যক্তি যে, বর্তমান নিয়েই বাঁচি'

'আমি এমন একজন ব্যক্তি যে, বর্তমান নিয়েই বাঁচি'

নয়াদিল্লী, ০৬ জানুয়ারি- দেশের মাটিতে যতটা সফল ভারত ক্রিকেট, দেশের বাইরে ততটা সফল হতে পারেনি গেল বছর। তা ২০১৬ সালে অনেকটা সময়ই দেশের বাইরে সিরিজ রেখেছে ভারত। ১২ জুন থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা বেশ কঠিন হবে এমনটাই মনে করেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আসন্ন অস্ট্রেলিয়া সফর দলের তরুণ খেলোয়াড়দের জন্য একটি বড় প্লাটফর্ম মনে করছেন ধোনি। সফলভাবে ঘরোয়া মৌসুম শেষ করার পর ভিন্নধর্মী কন্ডিশনে নিজেদের প্রমাণের জন্য দলের তরুণদের আসন্ন অস্ট্রেলিয়া সফরে বড় সুযোগ পাবে বলে মনে করছেন ধোনি।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই সফরের জন্য ভারতীয় ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তরুণ খেলোয়াড় গুরকিরাত সিং, ঋষি ধাওয়ান এবং মনীষ পান্ডে। আর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন নতুন মুখ হার্দিক পান্ডে।

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘বিশ্ব পর্যায়ে নিজেদের চেনানো এবং মেধা প্রমাণে দলের তরুণ খেলোয়াড়দের জন্য আসন্ন সফরটি সঠিক প্লাটফর্ম বলে আমি মনে করি। ছেলেরা ঘরোয়া মৌসমে ভালো করেছে এবং বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করতে এই সিরিজ তাদের একটি সুযোগ দেবে।’

২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি থাকায় খুবই ভালো হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজে আমরা সাধারণত একটি অথবা সর্বোচ্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে থাকি। কিন্তু এবার তিন ম্যাচ থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা বিভিন্ন খেলোয়াড়দের কাছে থেকে দেখতে পারবো। আমি মনে করি, খেলোয়াড়দের ভালো অবস্থায় ফিরতে এটি সহায়ক হবে।’

অবসর নিয়ে কোন চিন্তা আছে কিনা এমন প্রশ্নেরও মুখোমুখি হন ধোনি। ধোনি বলেন, ‘আমি এমন একজন ব্যক্তি যে, বর্তমান নিয়েই বাঁচি এবং এই মুহূর্তে আমার নজর কেবলমাত্র অস্ট্রেলিয়া সফর ও টি-২০ বিশ্বকাপে। সঠিক সময়ে আমি এ বিষয়ে চিন্তা করবো।’

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে