গত সপ্তাহে ইন্সটাগ্রামে একটি সেলফি পোস্ট করেন নেইমার। বন্ধু-বান্ধবীদের সঙ্গে ডিনারের সেই সেলফিতেই প্রথমবারের মতো দেখা মিলে ইউএফসি কণ্যা জেন্নি অ্যানড্রেডের। এরপর থেকেই নেইমারকে নিয়ে দারুণ আলোচনায় তিনি।
বার্সেলোনার জার্সিতে নেইমারের বছরের শেষ ম্যাচটিও গ্যালারিতে বসে দেখেন অ্যানড্রেড। শুধু তাই নয়, ন্যূ ক্যাম্পে নেইমারের স্বাক্ষর করা এক জার্সিও পরিধান করেন তিনি। পরবর্তীতে সেই ছবি তার ইন্সটাগ্রামেও প্রকাশ করেন নেইমারেরই স্বদেশী অ্যানড্রেড।
এখানেই থামেননি তিনি। নতুন বছরের উৎযাপনেও নেইমারের সঙ্গী হন ইউএফসি কণ্যা। বৃহস্পতিবার সেই পার্টিতেও নেইমারের সঙ্গে দারুণ উপভোগ্য সময় কাটান তিনি। পরবর্তীতে নেইমারের সঙ্গে পার্টি ড্রেসে ছবি তোলে সামাজিক যোগাযোগের মাধ্যমেও পোস্ট করেন তিনি। যা নিয়েই শুরু হয় বিশ্বফুটবলে তোলপাড়।
তাহলে কী তাদের মধ্যে প্রকৃতপক্ষে কোন ধরণের সম্পর্ক রয়েছে? এ বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। তবে দুজনেই যে বছরের শুরুটা বেশ রোমাঞ্চকরভাবেই উৎযাপন করছেন সে বিষয়ে কোন সন্দেহ নেই।
সূত্র : ডেইলি মেইল