Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-০৫-২০১২

৭ই মে সারা দেশে বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ

৭ই মে সারা দেশে বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ
আগামী ৭ই মে সারা দেশে বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে ওই ডাক দেয়া হয়। সমাবেশ থেকে বলা হয়েছে, সচল বিদ্যুৎ প্লাট চালু, বন্ধ প্লান্ট মেরামত ও নবায়ন করে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে। বিদ্যুতের মূল্য কমানোসহ সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের  দাবি জানানো হয়।
কুইক রেন্টাল পাওয়ারের চুক্তি বাতিল করে রাষ্ট্রীয় বিদ্যুৎ প্লান্ট চালু, মেরামত ও নবায়ন, সমুদ্র সম্পদের ওপর শতভাগ মালিকানা নিশ্চিত করার জন্য কনোকো ফিলিপস এর সঙ্গে চুক্তি বাতিল ও রামপালে সর্বনাশা কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল ও জোরপূর্বক উচ্ছেদ সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৭ই মে সারা দেশে বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। প্রেস ক্লাবের সামনে জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, প্রকৌশলী ম. ইনামুল হক, রুহিন হোসেন প্রিন্স, রাগিব আহসান মুন্নাসহ জাতীয় কমিটির নেতৃবৃন্দ।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে