Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ , ৫ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 4.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-১৯-২০১৫

'আমরা শুধুমাত্র বিদেশিদের উপর নির্ভর করতে চাই না'

সৌরভ মাহমুদ


'আমরা শুধুমাত্র বিদেশিদের উপর নির্ভর করতে চাই না'

আর মাত্র তিন দিন পরেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। আর এই আসরের প্রতিযোগিতায় টিকে থাকতে শুধুমাত্র বিদেশী খেলোয়াড়দের উপরেই নির্ভর করে থাকা চলবে না বলে মনে করছেন, বরিশাল বুলসের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। 
 
বুধবার মিরপুরের বাংলাদেশ ক্রিকেট একাডেমির মাঠে 'বরিশাল বুলস' এর হয়ে অনুশীলনের সময় তিনি একথা বলেন। তিনি মনে করেন দলকে চ্যাম্পিয়ন করতে হলে অবশ্যই স্থানীয় খেলোয়াড় সহ এগারজন খেলোয়াড়কেই পারফর্ম করতে হবে।

টি-টোয়েন্টির যুগে ক্রিস গেইল এক বড় বিজ্ঞাপনের নাম। বিপিএলে খেলবেন বরিশাল বুলসের হয়ে। এতে দল কতটুকু ভালো ফলাফল পাবে জানতে চাইলে নাফিস বলেন, 'ক্রিস গেইল বড় খেলোয়াড় হলেও ভাল ফলাফলের জন্য দলের বাকি ১০ জনকেই পারফর্ম করতে হবে।'
এ প্রসঙ্গে শাহরিয়ার নাফিস আরো বলেন, 'আমরা যদি এগারো জন খেলোয়াড় পারফর্ম না করি তাহলে দল জয় পাবে না। আমরা শুধুমাত্র বিদেশিদের উপর ডিপেন্ড করতে চাই না। আমরা চ্যাম্পিয়ন হতে চাই, যে কোন দল চ্যাম্পিয়ন হতে চাইলে লোকাল খেলোয়াড়দের পারফর্ম করতে হবে। আমাদের লোকাল খেলোয়াড়েরা সবাই ভালো আছে, ফিট আছে এবং ফর্মে আছে। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি পাশাপাশি বিদেশিরাও যদি তাদের সেরা দিতে পারে তাহলে আমরা আমাদের চাহিদা অনুযায়ী ফলাফল করতে পারবো।'

নাফিসের মতে একা একজন ভালো খেললে দল আশানুরূপ ফলাফল করতে পারবে না। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি নাফিস দলগত পারফরম্যান্সের প্রতিও মনোযোগ দেওয়া জরুরী মনে করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের দলে বেশ ভালো খেলোয়াড় পেয়েছি। আমরা সপ্তাহ খানেক অনুশীলন করেছি, কিছু ম্যাচ অনুশীলনও পেয়েছি। আজকে মিরপুরে অনুশীলন শুরু করলাম। আমরা দলগত পারফরমেন্সে মনোযোগ দিচ্ছি। কারণ টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে বল এবং ব্যাটে সবাই অবদান না রাখতে পারলে স্বপক্ষে ফলাফল পাওয়া খুব কঠিন। আমাদের টার্গেট থাকবে সবাই মিলে যাতে পারফর্ম করতে পারি।'

দলের সিনিয়র খেলোয়াড় হিসাবে নিজের দায়িত্ব নিয়ে সচেতন এক সময়ের জাতীয় দলের এই তারকা। সিনিয়র জুনিয়র সবাই মিলেই দায়িত্ব নিয়ে দলকে আস্থার প্রতিদান দিতে চান তিনি। বললেন, 'ক্রিকেট খেলায় সিনিয়র জুনিয়র সবারই দায়িত্ব থাকে। চেষ্টা করবো বরিশাল বুলস আমাকে তাদের দলে নিয়েছে, তাদের আস্থার প্রতিদান দিতে এবং নিয়মিত পারফর্ম করতে।'

২৩ নভেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করবে বরিশাল বুলস। সে ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে টুর্নামেন্টে এগিয়ে যেতে চান নাফিস। এ বিষয়ে বলেন, 'বরিশাল বুলসের প্রথম ম্যাচ রংপুর রাইডার্সের সঙ্গে, অবশ্যই চাইবো একটা ভালো সূচনা, জয় দিয়ে সূচনা। তাহলে আমাদের দলটা আরও আত্মবিশ্বাসী হবে।'

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে