ঢাকা, ১৪ নভেম্বর- ক্রিকেট অল স্টার্স টুর্নামেন্ট সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের করেছে নস্টালজিক। শচিন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, ব্রায়ান লারার মতো সাবেক ক্রিকেটারদের আবারও ব্যাট-বল হাতে লড়াই করতে দেখার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের।
আর সেই আনন্দকে বাড়িয়ে দিতেই অল স্টার্স টুর্নামেন্টের স্মারক ঘড়ি কেনার সুযোগ থাকছে সমর্থকদের জন্য। আর সৌভাগ্যবান কারো কারো জন্য রয়েছে ফ্রিতে তা জেতার সুযোগ। আর সেই সৌভাগ্যবান সমর্থকের তালিকায় নাম উঠেছে এক বাংলাদেশির!
এমনিতে ফুটবলের প্রতিই কিছুটা বেশি অনুরক্ত ধানমন্ডির ন্যাশনাল ইন্সটিটিউট অফ ডিজাইনের ছাত্র মোস্তাফিজুর রহমান প্রান্ত ক্রিকেটটাও বেশ পছন্দ করেন।ক্রিকেট অল স্টার্সে তার পছন্দের ক্রিকেটার শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, আর বাংলাদেশে সবচেয়ে পছন্দের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।
সৌভাগ্যবান হাতঘড়ি বিজয়ী মোস্তাফিজুর রহমান প্রান্ত
গত ১২ নভেম্বর অল স্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের দিন তিনি শেয়ার করেছিলেন শেন ওয়ার্নের হাতে পরা অল স্টার্স স্মারক ঘড়ির ছবিটি। আর তার সুবাদেই তিনি পেয়েছেন এই সুখবর। অল স্টার্সের ফেসবুক পেজ থেকে তাকে অভিনন্দন জানিয়ে পোস্টও দেওয়া হয়েছে।
একইসাথে বিস্মিত ও প্রচণ্ড খুশি প্রান্ত বলেছেন, ‘আমি আসলে খুবই অবাক হয়েছি। প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এটা জিতেছি!’ প্রান্ত জানিয়েছেন ক্রিকেট অল স্টার্সের ফেসবুক পেজ থেকে এরই মাঝে তার সাথে যোগাযোগ করা হয়েছে। টুর্নামেন্ট শেষে কোন এক সময়ে প্রান্তের কাছে পাঠানো হবে এই অমূল্য উপহার!