ঢাকা, ০৯ নভেম্বর- সদ্য বিতাড়িত আইসিসি চেয়্যারম্যান ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা হুমকিস্বরূপ ছিলেন তার প্রমাণ আরেকবার পাওয়া গেল আইসিসি ও বিসিবির আরেক সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালের কাছে।
শ্রীনিবাসনের অপসারণের পরে মুস্তফা কামালের সাথে কথা বলেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি। সোমবার দুপুরে মুস্তফা কামাল মুঠোফোনে বলেন, ‘কলকাতায় দাঁড়িয়ে শ্রীনিবাসন আমাকে বিপিএল বন্ধ করে দিতে বলেছিলেন। বিপিএলের কারণে নাকি বিভিন্ন মাধ্যম থেকে আইপিএলের আয় কমে যাচ্ছিল। কবে আমি তাকে সাফ জানিয়ে দিই, বিপিএল বন্ধ হবে না। বাংলাদেশে এই টুর্নামেন্টের ব্যাপক জনপ্রিয়তা। বাংলাদেশের মানুষ বিপিএল দেখতে চায়। আমি তার চাপে মাথা নত করিনি।’
এসব বিষয় নিয়েই তাদের মধ্যে দ্বন্দ শুরু হয়েছিল বলেও তিনি জানান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে শ্রীনিবাসনের অনেক আপত্তি ছিল। মুস্তফা কামাল বলেন, ‘তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম বদলে অন্য কিছু রাখার জন্য চাপ দেন। আমরা যেন ‘প্রিমিয়ার লিগ’ শব্দ দুটি বিপিএলে না রাখি। কারণ তারা আগে আইপিএল করেছেন এবং ‘প্রিমিয়ার লিগ’ নামটির স্বত্ব তাদের। নাম না বদলালে মামলার করার হুমকি দেন শ্রীনিবাসন।'
শ্রীনিবাসনের সেই প্রস্তাবে রাজি হননি মুস্তফা কামাল। ‘আমি তাকে পাল্টা বলি, প্রিমিয়ার লিগ আমরাই আগে আয়োজন করেছি। ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা ঢাকায় যে টুর্নামেন্ট খেলতে এসে মারা গিয়েছিলেন, সেটা ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। কাজেই মামলা করলে আমরা করব।’- এমনটাই জানান মুস্তফা কামাল।
সোমবার আইসিসিতে নিজেদের প্রতিনিধি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যার ফলে আইসিসি ও বিসিসিআই থেকে তাকে অপসারিত করা হয়েছে।