Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৭ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.4/5 (39 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-২৬-২০১২

ইলিয়াসকে না পেলে রোববার ও সোমবার হরতাল

ইলিয়াসকে না পেলে রোববার ও সোমবার হরতাল
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি নিখোঁজ ইলিয়াস আলীকে শনিবারের মধ্যে খুঁজে না পেলে আগামী রোববার ও সোমবার দু’দিন হরতাল দেবে বিএনপি ও জোট। বুধবার রাতে ১৮ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে হরতালের এ ঘোষণা দেয়া হবে শনিবার।

বুধবার রাত পৌনে নয়টা থেকে দশটা পর্যন্ত গুলশান কার্যালয়ে জোটনেত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক হয়।

বৈঠক সূত্র জানায়, আগামী হরতালে ১৮ দলের জোট নেতাদের মাঠে থাকার জন্য জোর তাগিদ দিয়েছেন নেত্রী। এছাড়া জেলা জেলায় ১৮ দলীয় জোটের লিয়াঁজো কমিটি গঠনের ব্যাপারেও এ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, এলডিপি’র চেয়ারম্যান কর্নেল অব. অলি আহম্মেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, এনপিপি’র সভাপতি শেখ শওকত হোসেন নীলু, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গাণি, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের এএইচ এম কামরুজ্জমান, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মহিউদ্দিন, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি উপস্থিত ছিলেন।

১৮ দলীয় জোটের শরীক ইসলামিক পার্টি ও পিপলস লীগের কোনো নেতা বৈঠকে ছিলেন না।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে