মাদ্রিদ, ২৬ অক্টোবর- স্পেনের মাদ্রিদে সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের শারদীয় দুর্গাপূজা বিপুল উৎসাহ উদ্দীপনায় উদ্যাপিত হয়েছে। স্পেনে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ২২ অক্টোবর বৃহস্পতিবার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুণ্যার্থীদের উদ্দেশে হাসান মাহমুদ খন্দকার বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এ দেশের মাটিতে কোনো জঙ্গিগোষ্ঠী বা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দেওয়া হবে না। আর তাদের কখনোই কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। এই দেশ শান্তিকামী বাঙালিদের দেশ। এ দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্মের বাঙালি রক্ত দিয়েছেন। সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধ করেছে। তাই এ দেশ সবার। স্বাধীন দেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছেন।
পূজামণ্ডপে হাসান মাহমুদ খন্দকার
তিনি আরও বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মেই বলা আছে, মানবতা, শান্তি ও সৌহার্দ্যের কথা। ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাসান মাহমুদ খন্দকার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন হেড অব চেন্সারি হারুন-উর-রশিদ, কনস্যুলার জেনারেল এম শাখাওয়াত হোসেন, কমার্স কাউন্সিলর নাভিদ শফিউল্লাহ, প্রথম সচিব (শ্রম) শরিফুল ইসলাম, কমিউনিটি নেতা আক্তার হোসেন, জাকির হোসেন, মিনহাজুল আলম, এ কে এম জহিরুল ইসলাম, পার্থ সারথি দাস, জয় দেব পোদ্দার, কাজল চন্দ্র, রুবেল চক্রবর্তী, অনীক সাহা, তাপস দেবনাথ, শংকর পোদ্দার, শিমুল রয়েল চক্রবর্তী, দীপক পাল ও সুশীল সাহা প্রমুখ। এ ছাড়াও পূজামণ্ডপ পরিদর্শন করেন স্পেন সফররত পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) মোখলেসুর রহমান।