Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ , ২৮ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.7/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-১০-২০১৫

তুরস্কে শান্তি মিছিলে বোমা, নিহতের সংখ্যা বেড়ে ৮৬

তুরস্কে শান্তি মিছিলে বোমা, নিহতের সংখ্যা বেড়ে ৮৬

আঙ্কারা, ১০ অক্টোবর- তুরস্কের রাজধানী আঙ্কারায় শনিবার এক শান্তি মিছিলে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জন। বিস্ফোরণে কমপক্ষে ৮৬ জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছেন প্রায় ২০০ জন। ওই বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

শনিবার আঙ্কারার এক রেলজংশনের কাছে এক শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি চলাকালে বোমা দুটি বিস্ফোরিত হয়। তুরস্কে আসন্ন নির্বাচনের আগে কুর্দিপন্থি রাজনৈতিক দল এইচডিপি ‘শান্তি ও গণতন্ত্রের’ জন্য ওই মিছিলের ডাক দিয়েছিল। স্থানীয় সময় বেলা ১২টার দিকে মিছিলটি শুরু হওয়ার কথা ছিল। এর আগেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ইতিমধ্যে দেশটির সামাজিক মাধ্যমগুলোতে নিহতদের ছিন্নভিন্ন মৃতদেহের ছবি ছড়িয়ে পড়েছে।

এর আগে গত জুলাই মাসেও এইচডিটি’র আরো একটি মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছিল। এখনও পর্যন্ত ওই হামলার সাথে সম্পৃক্ততা আছে এমন ব্যক্তি বা সংগঠনের নাম লিপিবদ্ধ করা যায়নি। এমনকি কোনো দল বা সংগঠনই এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। তবে সন্দেহের তীর কিছুটা তাক হয়ে আছে আইএস অথবা কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দিকে।

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে