Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ৬ এপ্রিল, ২০২০ , ২৩ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 2.3/5 (12 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-০৩-২০১৫

জার্মানিতে জন্ম শংসাপত্রে থাকবে না লিঙ্গ পরিচিতি

জার্মানিতে জন্ম শংসাপত্রে থাকবে না লিঙ্গ পরিচিতি

বার্লিন, ০৩ অক্টোবর- জন্ম নিবদ্ধীকরণ সার্টিফিকেটে শিশুর লিঙ্গ চিহ্নিতকরণ বক্সটি এবার চাইলে ফাঁকাও রাখতে পারবেন মা-বাবা। আগামী ১ নভেম্বরের পর বিশ্বে জার্মানিই একমাত্র দেশ হতে চলেছে, যারা সন্তানের মা-বাবাকে এই অধিকার দিচ্ছে। এ জন্য প্রয়োজনীয় আইনি সংশোধন আগেই হয়ে গিয়েছে। ১ নভেম্বর থেকে তা লাগু হবে।

জার্মানির নতুন এই আইনে বলা হয়েছে, যদি কোনও শিশুকে জন্মের পর পুরুষ বা স্ত্রী লিঙ্গের কোনওটাতেই ফেলা না যায়, অর্থাত্‍‌ লিঙ্গনির্ধারণ করা সম্ভব না হয়, তা হলে, জন্ম নিবদ্ধীকরণ সার্টিফিকেটে উল্লিখিত বক্সটি ফাঁকা রেখে দেওয়া যাবে। শিশু বেড়ে ওঠার পর তার লিঙ্গ নিয়ে যাতে সমস্যার মুখোমুখি হতে না হয়, তার জন্য়ই এমন পদক্ষেপ।

প্রতি দেড় হাজারে এমন একটি শিশুর জন্ম হয়, যাদের জন্মের পর লিঙ্গ নির্ধারণ সম্ভব নয়। তার জন্য মা-বাবা যাতে অহেতুক না মানসিক চাপে পড়েন, তা চিন্তা করেই এই পদক্ষেপ।

ইকুয়ালিটি ফর লেসবিয়ান-এর পলিসি ডিরেক্টর সিলভান আগিয়াসের কথায়, এটা খুবই চমকপদ পদক্ষেপ হলেও, যথেষ্ট নয়। একটি বড় না হওয়া অবধি বোঝা সম্ভব হয় না। বলা যায়, এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার পদাঙ্ক অনুসরণ করল জার্মানি। এর আগে ২০১১ সালেই অস্ট্রেলিয়া পাসপোর্টের মধ্যে জেন্ডার X বা তৃতীয় লিঙ্গের অপশন রাখে। 

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে