Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ , ২৮ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (110 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-০৯-২০১২

আবার গ্যাসের রেগুলেটর চুরি, সংযোগস্থলে বিস্ফোরণ

আবার গ্যাসের রেগুলেটর চুরি, সংযোগস্থলে বিস্ফোরণ
সুনামগঞ্জ পৌর শহরের একটি বাড়ির গ্যাস সংযোগের চুরি যাওয়া রেগুলেটরের সংযোগস্থলে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। বাড়ির লোকজন প্রাণ বাঁচাতে দৌড়ে ঘর থকে বের হয়ে যান। পরে জালালাবাদ গ্যাসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সুনামগঞ্জ শহরে ইদানীং বাসাবাড়ির গ্যাস সংযোগের রেগুলেটর চুরি বেড়ে গেছে।
শহরের বাঁধনপাড়া এলাকার বাসিন্দা রেজাউল আলম জানান, শনিবার রাতে তাঁর বাড়ির রেগুলেটরটি চুরি যায়। গ্যাস সংযোগের রেগুলেটরটি ঘরের বাইরে সীমনা দেয়াল ঘেঁষে থাকায় তাঁরা সেটি বুঝতে পারেননি। গতকাল রোববার দুপুরে বৃষ্টি শুরু হলে একপর্যায়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। তখন গ্যাস সংযোগে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কে বৃষ্টির মধ্যে পরিবারের লোকজন নিয়ে ঘর থেকে বের হয়ে যান তিনি।
রেজাউল আলম বলেন, আগুন প্রায় আট থেকে ১০ ফুট ওপরে উঠে দাউদাউ করে জ্বলতে থাকে। পরে জালালাবাদ গ্যাসের কার্যালয়ে খবর দিলে সেখান থেকে লোকজন এসে আগুন নেভান। প্রায় আধা ঘণ্টা আগুন ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ দিনে শহরের প্রায় ৩০টির বেশি বাড়ির গ্যাস সংযোগের রেগুলেটর চুরি গেছে। রেগুলেটর চুরি যাওয়ায় থানা, অফিস ও ব্যাংকে যাওয়া-আসার ভোগান্তির পাশাপাশি পুনঃসংযোগের জন্য আরও পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে একজন গ্রাহককে। সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ূব বখত জগলুল বলেন, ‘গ্যাসের রেগুলেটর, টিউবওয়েলের ওপরের অংশ চোরেরা কম মূল্যে ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে। প্রয়োজনে শহরে ভাঙারি ব্যবসা বন্ধ করে দিতে হবে।
জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহব্যবস্থাপক শ্যামাকান্ত চক্রবর্তী বলেন,‘আমরা রেগুলেটর চুরির বিষয়ে গ্রাহকদের সচেতন করতে শহরে মাইকিং করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুনুর রশিদ বলেন, ‘ভাঙারি ব্যবসার বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

সুনামগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে