Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ , ৭ মাঘ ১৪২৬

গড় রেটিং: 2.4/5 (41 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০৮-২০১৫

জেনে নিন বাংলাদেশ-ভারত টিকিটমূল্য এবং প্রাপ্তিস্থান

জেনে নিন বাংলাদেশ-ভারত টিকিটমূল্য এবং প্রাপ্তিস্থান

ঢাকা, ০৮ জুন- ভারতের বিপক্ষে আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

টেস্ট(ফতুল্লা)-
গ্র্যান্ড স্ট্যান্ডঃ ৫০০ টাকা

আন্তর্জাতিক গ্যালারি-ওয়েস্টঃ ৩০০ টাকা

ক্লাব হাউজ- ইস্ট/ওয়েস্টঃ ২০০ টাকা

ওয়েস্টার্ন গ্যালারিঃ ৮০ টাকা

ইস্টার্ন গ্যালারিঃ ৫০ টাকা

ওয়ানডে (মিরপুর)-
বিসিবি হসপিটালিটি লাউঞ্জঃ ৩০০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড-নর্থ/সাউথ- ৩০০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা

শহীদ মুশতাক/জুয়েল স্ট্যান্ড- ৫০০ টাকা

নর্থ/সাউথ স্ট্যান্ড- ২৫০ টাকা

ইস্টার্ণ স্ট্যান্ড- ১৫০ টাকা

প্রাপ্তিস্থানঃ
টিকিট পাওয়া যাবে আগামীকাল আট জুন হতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ইউক্যাশ হতে।

টেস্ট ম্যাচ:
টিকিট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের তিনটি শাখায়: চাষাড়া শাখা, নারায়ণগঞ্জ শাখা ও পাগলাবাজার শাখা। এছাড়া নারায়ণগঞ্জ ও ঢাকার মিরপুর শাখা থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন আগ্রহীরা।

ওয়ানডে ম্যাচঃ
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইউসিবি ব্যাংক পাঁচটি শাখার মাধ্যমে টিকিট বিক্রয় করবে।

শাখাগুলো হলো- প্রগতি স্মরণী শাখা, মিরপুর রোড শাখা, শান্তিনগর শাখা, উত্তরা শাখা ও মিরপুর শাখা। বলে রাখা ভালো, এই ৫ শাখার মধ্যে শুধু মিরপুর শাখায় সরাসরি টিকিট পাওয়া যাবে; বাকি শাখাগুলোতে ইউক্যাশের মাধ্যমে টিকিট কিনতে হবে গ্রাহকদের।

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে