ঢাকা, ১১ মে- পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের আরেকটি পরিচয় হল তিনি নিজের দেশের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রধান। গত নয় মে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট হারের পর ফেসবুকে দলটির অফিসিয়াল পেজে বাংলাদেশ নিয়ে একটি অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে।
তেহরিক-ই-ইনসাফের ব্যঙ্গচিত্রটি দেখতে এখানে ক্লিক করুন!
সেখানে দেখানো হয়েছে, একটি রয়েল বেঙ্গল টাইগারের পিঠের চামড়া তুলে নিয়ে রোদে দেওয়া হয়েছে। আর তাতেই স্পষ্ট বাংলাদেশ ক্রিকেট দলকে অবমাননার বিষয়টি। উর্দু ভাষায় ব্যঙ্গচিত্রের ওপরে লেখা হয়েছে এভাবে, ‘দেখো দেখো কৌন আয়া? শের কা শিকারি আয়া!’ বাংলায় অনুবাদ করলে এর অর্থ আসে, ‘দেখ দেখ কে এসেছে? বাঘের শিকারি এসেছে!’