ঢাকা, ১০ মে- খুলনা টেস্টে ভালো খেলে ড্র করার পর ঢাকায় শেষ টেস্টে পাকিস্তানের কাছে ৩২৮ রানের বিশাল হার। ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর এমন পারফর্মেন্স হতাশাজনক। তবে ম্যাচ শেষে এহেন হারের কারণ জানালেন অধিনায়ক মুশফিকুর রহিম নিজেই।
ম্যাচ শেষে অধিনায়কের বক্তব্যে মুশফিক বলেন, ‘এটা হতাশাজনক। আমরা বেশকিছু ‘নো’ বল করেছি যার কারণে উইকেটগুলো হারাতে হয়েছে। এগুলো আমাদের বোলারদের মানসিক অবস্থা নামিয়ে দিয়েছে। প্রথম দিন থেকেই কোনকিছু ঠিকভাবে হয়নি। পাকিস্তান আইসিসি টেস্ট রযাংই কিংয়ে তিন নম্বরে অবস্থা করছে। তারা দারুণভাবে ফিরে এসেছে। আমরা কোনকিছুই পরিকল্পনা অনুযায়ী করতে পারিনি। একারণেই ম্যাচ হেরেছি।’
তিনি আরো বলেন, ‘আমরা ধারাভিকভাবে পারফর্ম করেছি এবং আমাদের খুব দ্রুতই শিখতে হবে।’
একদিন হাতে রেখেই বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে পাকিস্তান। এ নিয়ে তাদের মধ্যে যেমন দীর্ঘদিন পর আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, তেমনি হঠাৎ করে এমন হারে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও কিংকর্তব্যবিমূড়।
১০ মে ২০১৫/১২:২২এএম/স্নিগ্ধা/