ঢাকা, ২৯ এপ্রিল- বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে ও দর্শক চাহিদার কথা মাথায় রেখে নতুন একটা স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার অদূরে পূর্বাচলে প্রস্তাবিত এ স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ৭০ হাজার।
ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার জানিয়েছেন পূর্বাচলে এ স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হবে ২০১৬ তে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি। শুধু ক্রিকেট স্টেডিয়াম নয়, পূর্নাংগ ক্রীড়াপল্লী নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এটি নির্মিত হলে ‘হোম অফ ক্রিকেট’ মিরপুর থেকে স্থানান্তরিত হবে পূর্বাচলে।