Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ , ৫ মাঘ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-১৯-২০১২

১৫টি দেশে লিয়াজোঁ অফিস খুলতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক

১৫টি দেশে লিয়াজোঁ অফিস খুলতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক
অভিবাসী শ্রমিকদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশী শ্রমিকরা কাজ করছে এমন ১৫টি দেশে লিয়াজোঁ অফিস খুলতে যাচ্ছে। প্রাথমিকভাবে সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কুয়েত, লেবানন ও মালয়েশিয়ায় আগামী জুনের মধ্যে লিয়াজো অফিস খোলা হবে। পর্যায়ক্রমে বাংলাদেশী শ্রমিকরা কর্মরত আছে এমন আরো ১০টি দেশে লিয়াজো অফিস খোলা হবে। এ উপলক্ষে রোববার ঢাকায় প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির কর্মকর্তারা বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ২২ জন শ্রম কাউন্সিরের সাথে মতবিনিময় করেছে। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান বলেন, প্রবাসে কর্মরত শ্রমিকদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশীরা সহজে ও কম খরচে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবে।

তিনি জানান, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একজন করে প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিনিধি সংযুক্ত করা হবে যারা ব্যাংকিং সেবা সংক্রান্ত কার্যক্রম পরিচলিনা করবে। পরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামী সাংবাদিকদের জানান, লিয়াজোঁ অফিসের প্রধান কাজ হবে শ্রমিকদের জন্য ব্যাংক একাউন্ট খোলা এবং কম খরচে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনার বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা। এছাড়া নতুন চালু হওয়া এ ব্যাংকের ঋণ ও সঞ্চয় প্রকল্প সম্পর্কে শ্রমিকদের মাঝে প্রচারণা চালানো। উল্লেখ্য, বহির্বিশ্বে বর্তমানে প্রায় ৮০ লাখ বাংলাদেশী বসবাস করছেন।

কয়েস সামী বলেন, ব্যাংকিং সেবা অভিবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে-এর ব্যাংকের কার্ষক্রম সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতেমধ্যে রাজশাহী ও রংপুর বাদে অনন্যা সকল বিভাগীয় শহরে ব্যাংকের শাখা খোলা হয়েছে। শিগগিরই এ দু’টি বিভাগীয় শহরেও শাখা খোলা হবে। এদিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমান বন্দরে শিগগিরই চালু হচ্ছে ব্যাংকের বুথ। কয়েস সামী আরো বলেন, ‘ইতোমধ্যে ব্যাংকটি পুরোদমে কার্ষক্রম শুরু করেছে। ফলে প্রতিদিনই ব্যাংকের ব্যস্ততা বাড়ছে। গত ১০ মাসে ৩শ’ জন বিদেশ গমনেচ্ছু শ্রমিককে প্রায় তিন কোটি টাকার ঋণ দেয়া হয়েছে। এসব শ্রমিকরা সিঙ্গাপুর, বাহরাইন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইতালী, মরিশাসসহ বিভিন্ন দেশে গেছেন।’ এর পাশাপাশি এ সময়ে দেশে ফেরত ১৫ জন শ্রমিককে ব্যাংক পূর্নবাসন সহায়তা দিয়েছে।

বিদেশে গমনেচ্ছু শ্রমিক এবং অভিবাসী বাংলাদেশীদের ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্য গত বছর ২০ এপ্রিল প্রবাসী কল্যাণ ব্যাংকের যাত্রা শুরু হয়। বিদেশ গমনেচ্ছুদের জামানতবিহীন ঋণ এবং প্রত্যাবর্তনকারী বাংলাদেশীদের পুর্ণবাসন ঋণ সহায়তা দেয়ায় ব্যাংকের মূল উদ্দেশ্য। মাত্র ৯ শতাংশ সুদহারে বিদেশ গমনেচ্ছু শ্রমিকরা প্রবাসী কল্যণ ব্যাংক থেকে ঋণ পাচ্ছে। তিনি জানান, আরো বেশিসংখ্যক শ্রমিককে ঋণ সহায়তা দিতে ব্যাংকের পক্ষ থেকে তহবিল সংগ্রহে শ্রমিক আমদানিকারক বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে। তিনি বলেন, ব্যয় সাশ্রয়ী পন্থায় প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর জন্য সহায়তা করছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ইতোমধ্যে প্রবাসীদের জন্য পেনশন স্কীম চালু করা হয়েছে। একশ’ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা বিশেষায়িত এই ব্যাংকটি অচিরেই বৃহৎ পরিসরে অভিবাসীদের দোরগোড়ায় কল্যাণমুখী ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে