Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ , ৩০ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-১৬-২০১২

এই জয় ভারতের বিপক্ষে আমাদের আত্নবিশ্বাসী করবে-মিসবাহ

এই জয় ভারতের বিপক্ষে আমাদের আত্নবিশ্বাসী করবে-মিসবাহ
শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয় শেষে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক কথা বলেন সংবাদ মাধ্যমে। ম্যাচের বিভিন্ন বিষয়ের সাথে সাথে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েও তাকে কথা বলতে হয়। নীচে সংবাদ মাধ্যমে বলা মিসবাহ-এর বিবৃতি তুলে ধরা হল-
প্রশ্ন: শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আপনার অনুভূতি
মিসবাহ: অবশ্যই এটা খুবই খুশির ব্যাপার। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের দু’টি সিরিজ হারের পর এই জয় নিশ্চয়ই তৃপ্তিকর। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া এই জয় নি:সন্দেহে আমাদের আত্নাবশ্বাস বাড়াবে।
প্রশ্ন: ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটি
মিসবাহ: আমার ও উমর আকমলের মাঝে ১৫২ রানের জুটিই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। আমরা ৩৩ রানে ৩ উইকটে হারিয়ে ফেলায় এই জুটির গুরুত্ব অনেক বেশী।
প্রশ্ন: ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবনা কি
মিসবাহ: অন্য ম্যাচের মত ভারতের বিপক্ষেও আমরা জিততে চাইবো।
প্রশ্ন: ম্যাচটি কি আশার চেয়ে সহজে জিতেছেন
মিসবাহ: বড় একটি জুটির কারণেই আমাদের ম্যাচটি সহজ হয়েছে। শ্রীলঙ্কার মত বড় দলের বিপক্ষে এটা অবশ্যই আশার চেয়ে বেশী।
প্রশ্ন: মালিঙ্গাকে খুব কার্যকর মনে হয়নি
মিসবাহ:মালিঙ্গাকে আমরা আগেও খেলেছি। উইকেট নেওয়ার চাপ থাকায় হয়ত তিনি আশানুরুপ বল করতে পারেননি।
প্রশ্ন: আপনাদের থেকে ভারতের ব্যাটিংকে কি এগিয়ে রাখবেন
মিসবাহ: অতীতে সবসময়ই ভারতের ব্যাটিংয়ের সাথে আমাদের বোলারদের ধ্রুপদি লড়াই হয়েছে। আমাদের ব্যাটিং ভালো হলেও পাকিস্তান-ভারত ম্যাচে সবার নজর ভারতের ব্যাটিং ও আমাদের বোলিংয়ের দিকেই থাকে।  

ফুটবল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে